ইংরেজি শেখার জন্য noun জানাটা যেমন জরুরি, তেমনি ইংরেজি ভালোভাবে দক্ষতা আনার জন্য pronoun সম্পর্কে জানতে হবে আমাদের। ইংরেজিতে noun এরপরেই সাধারণত pronoun এর অবস্থান। তাই আমরা বলতে পারি ইংরেজিতে এর গুরুত্বের দিক থেকে এর অবস্থান দ্বিতীয়। কোন একটি বাক্যে কোন ব্যক্তির পরিবর্তন লক্ষ্যের ক্ষেত্রে pronoun সহায়ক ভূমিকা পালন করে।
আপনারা অনেকেই pronoun কাকে বলে কত প্রকার এ প্রশ্নের উত্তরটি জানার জন্য গুগল সহ ইন্টারনেটের নানান জায়গায় খোঁজাখুঁজি করছেন, আপনাকে এ প্রশ্নের উত্তরটি জানতে হলে সর্বপ্রথম সঠিক জায়গাটি নির্বাচন করতে হবে, তাই আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জানিয়ে দিব pronoun সম্পর্কে। আমাদের আজকের আর্টিকেলটি সম্পূর্ণটি পরুন, আর দেখে নিন আপনার প্রশ্নের উত্তরটি।
সাধারণত যেসব শব্দ বা Noun এর পরিবর্তে বসে, Noun এর মতো কাজ করে তাদেরকে Pronoun বলা হয়।Pronoun মূলত ব্যবহার করা হয় Noun এর পুনরা বৃত্তি দূর করার জন্য। একটি বাক্য সুন্দর ও সার্থক করার জন্য Pronoun গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি পূর্ণাঙ্গ বাক্যে Noun যে ভূমিকা পালন করে, Pronoun ও Noun এর পরিবর্তন ব্যবহার হয়ে ঠিক একই ভূমিকা পালন করে।
Pronoun কে সাধারণত আটটি ভাগে ভাগ করা হয়।
1. Personal Pronoun.
2. Demonstrative Pronoun.
3. Relative Pronoun.
4. Interrogative Pronoun.
5. Distributive Pronoun .
6. Reciprocal Pronoun.
7. Indefinite Pronoun.
8. Reflexive and Emphatic Pronoun.
আমরা আজকে এই আর্টিকেলটির মাধ্যমে আলোচনা করলাম Pronoun কাকে বলে কত প্রকার, এ প্রশ্নের উত্তরটি জানতে হলে আমাদের ওয়েবসাইটে এসে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিন।