পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে Prithibir Fusfus Bola Hoi Kake

এই প্রশ্নটি সাধারণ জ্ঞান মূলক একটি প্রশ্ন, আপনারা বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণের ক্ষেত্রে এই প্রশ্নগুলো দেখতে পারবেন। আমরা জানি এটি আপনার কাঙ্খিত প্রশ্ন এবং আপনি এই প্রশ্নের উত্তর খুজছেন। আশা করি উত্তরের জন্যে আপনি ঠিক জায়গায়ই এসেছেন। চলুন তাহলে আমরা দেখে নিই পৃথিবীর ফুসফুসি বলা হয় কাকে? আমাজন বন কে পৃথিবীর ফুসফুস বলা হয়।

কারণ পৃথিবীর যতটুকু অক্সিজেন রয়েছে, তার বিশ শতাংশই যেহেতু উৎপাদন হয় আমাজনের বন থেকে তাই আমাজন বন কে পৃথিবীর ফুসফুস বলা হয়। তাছাড়া এটি পৃথিবীর প্রায় এক চতুর্থ অংশ কার্বন ডাই অক্সাইড শোষণ করে প্রতিবছর প্রায় ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাজন এই বনটি। পৃথিবীতে টিকে রাখার জন্য ও অক্সিজেন প্রদানের জন্য ও বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করার জন্য, আমাদের প্রয়োজনীয় বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেন সমৃদ্ধ বৃদ্ধিতে এই বনটির অবদান অনেক বেশি।

আপনারা হয়তো অনেকেই ভাবছেন পৃথিবীর ফুসফুসের ব্যাপারটা আবার কি? আবার ভাবছেন মানুষ ফুসফুস ছাড়া বাঁচেনা কিন্তু পৃথিবীর আবার ফুসফুসে রয়েছে। কারণ পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের অক্সিজেন গ্রহণ করতে হবেই। আর এই অক্সিজেন পেয়ে থাকি আমরা বাতাস থেকে। ফুসফুসের কাজ হল বাতাস থেকে এই অক্সিজেন গ্রহণ করে দেহে সরবরাহ করা। বাতাসে রয়েছে ৭৭থেকে৭৮ পার্সেন্ট নাইট্রোজেন। এবং ২২ শতাংশ রয়েছে অক্সিজেনের গ্যাস।

আপনারা যারা জানতে চেয়েছেন পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে আশা করছি আমরা আপনাদের সঠিক উত্তরটি জানাতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *