একটি পূর্ণ বাক্য গঠনে noun এর বিশেষ প্রয়োজন। কি বা কিসের অর্থে বাক্যের যেখানেই শব্দ ব্যবহৃত হোক না কেন Noun এর ব্যবহার অত্যাবশক। আপনারা অনেকেই noun কত প্রকার এই প্রশ্নটির উত্তর জানার জন্য গুগল সহ ইন্টারনেটে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন। আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে noun কত প্রকার এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আপনাদের এই কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে নিন। আর জেনে নিন আপনার প্রশ্নের উত্তরটি।
noun ছাড়া কোন বাক্য অর্থপূর্ণ হয় না। একটি পূর্ণাঙ্গ শব্দ গঠনে noun এর বিশেষ ভূমিকা রয়েছে। noun কত প্রকার এ প্রশ্নের উত্তরটি জানতে হলে সর্বপ্রথম আপনাকে noun কি এ বিষয়ে জ্ঞান রাখাটা ভালো। যে শব্দ গুলো দ্বারা ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থান, অবস্থা, পদার্থ, গুন, অদেখা অনুভূতি, কোন কিছুর সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে Noun বলে। এক কথায়, কোন কিছুর নামকেই noun বলে। উদাহরণস্বরূপ বলা যায় যে, স্থানের নাম, দেশের নাম ,মাসের নাম, যে কোনো পদার্থের নাম, সমষ্টির টির নাম, অদেখা যে কোন কিছুর অনুভূতির নাম ইত্যাদি এগুলো সাধারণত noun হিসেবে ধরা হয়।
noun কে সাধারণত পাঁচটি ভাগে বিভক্ত করা হয়।
১. নাম বাচক বিশেষ্য
২. জাতি বাচক বিশেষ্য
৩.সমষ্টি বাচক বিশেষ্য
৪. বস্তু বাচক বিশেষ্য ও
৫. গুন বাচক বিশেষ্য
১. নাম বাচক বিশেষ্য:যে Noun দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, স্থান, সাগর, মহাসাগর, পত্রিকা, সংস্থা, পদবী ইত্যাদি নাম বুঝায় তাকে নাম বাচক বিশেষ্য Noun বলা হয়।
২. জাতি বাচক বিশেষ্য:যে Noun দ্বারা শ্রেণির ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম নির্দেশ করে তাকে জাতিবাচক বা বিশেষ্য noun বলে।
৩.সমষ্টি বাচক বিশেষ্য: যে Noun দ্বারা সম জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথক ভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায়, তাকে সমষ্টি বাচক বিশেষ্য Noun বলে।
৪.বস্তু বাচক বিশেষ্য:যে সকল দ্রব্য শুধু ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না সে সকল দ্রব্যকে বস্তু বাচক বিশেষ্য Noun বলে।
৫.গুন বাচক বিশেষ্য:যে শব্দগুলো দ্বারা কোনো কিছু শুধু অনুভব বা কল্পনা করা যায় কিন্তু ধরা বা ছোঁয়া যায় না তাদেরকে গুণ বাচক বিশেষ্য Noun বলে।
আজকে আমরা আমাদের আর্টিকেলটিতে noun কত প্রকার এ প্রসঙ্গে আলোচনা করা হলো, আপনারা যারা এ প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছেন আমাদের ওয়েব সাইটে এসে আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিন।