ন্ম দিয়ে শব্দ গঠন

আপনি কি ন্ম দিয়ে গঠিত বিভিন্ন শব্দ খুঁজছেন? তাহলে এই পোস্টটি আপনার উপকারে আসতে পারে। কেননা এই পোস্টটি সাজানো হয়েছে বিভিন্ন রকম শব্দ দিয়ে, যে শব্দগুলো ন্ম দিয়ে গঠিত। অনেক সময় দেখা যায় অনেকেই ন্ম দ্বারা গঠিত বিভিন্ন শব্দসমূহ খুঁজে থাকেন। তাদের কথা মাথায় রেখে আজকের পোস্টটি সাজানো হয়েছে। এখান থেকে যেকেউ তাদের পছন্দ মতো ন্ম দিয়ে গঠিত বিভিন্ন শব্দ পেয়ে যাবেন খুবই কম সময়ে এবং কম পরিশ্রমে৷ তাই আপনারা যারা এই যুক্তবর্ণটি দিয়ে গঠিত বিভিন্ন শব্দ খুঁজছেন, তারা এই পোস্টটি সহায়তায় বিভিন শব্দ খুঁজে পেয়ে যাবেন বলে আশা করছি। তাই আর দেরি না করে আপনি এই পোস্টটি পড়তে পারেন এখনই।

প্রথমেই জেনে নেওয়া যাক যুক্তবর্ণ বলতে কি বুঝায়। দুই বা ততধিক ব্যঞ্জনবর্ণের সংযুক্ত রূপ ও সমষ্টিকে যুক্তাক্ষর বা যুক্তবর্ণ বলে। যেমন: জ্ঞ= জ্+ঞ।

উদাহরণ: বিজ্ঞান, অজ্ঞান, সজ্ঞা ইত্যাদি। এরকম বিভিন্ন যুক্তবর্ণের সাহায্যে আজকের পোস্টটি সাজানো। এইসব যুক্তবর্ণগুলো সহজেই আপনি এখান থেকে জানতে পারবেন। তাই এই পোস্টটি পড়তে পারেন। এখান থেকে আপনি উপকৃত হবেন বলে আশা করি।

এরকম যুক্তবর্ণ দিয়ে বিভিন্ন রকমের শব্দ তৈরি করা হয়৷ তাই যুক্তবর্ণ সম্পর্কে ধারণা না থাকলে ঠিকমতো বাংলা শব্দগুলো পড়াতে এবং লিখতে পারা যায় না। তাই বাংলা ভাষায় বিভিন্ন শব্দ লিখতে আর পড়তে হলে যুক্তবর্ণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আর যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠনের প্রক্রিয়া জানা থাকলে যেকেউ খুব সহজেই যুক্তবর্ণের সাহায্যে শব্দ গঠন করতে পারবে।

তবে আজকে মূলত ন্ম যুক্তবর্ণটির ব্যবহার করে গঠিত শব্দসমূহ সম্পর্কে জানবো। কিছু উদাহরণ দিলে ব্যাপারটা আরো সুন্দরভাবে বোঝা সম্ভব হবে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো।
ন্ম দিয়ে গঠিত শব্দসমূহ
জন্ম
জন্মান্তর
তন্ময়
মন্ময়
জন্মাষ্টমী
তন্মধ্যে
চিন্ময়

এই উদাহরণগুলোর সাহায্যে যে কেউ চাইলে ন্ম দিয়ে গঠিত শব্দ সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দসমূহ সম্পর্কে জানতে হলে একটু বেশি পড়াশুনা করা দরকার। আর অনুশীলনের মাধ্যমে যুক্তবর্ণ সম্পর্কে আরো ভালোভাবে জানা সম্ভব হবে। তাই বেশি বেশি অনুশীলন করাটা দরকার।

যেকোন বিষয় অনুশীলন করলেই সে সম্পর্কে ভালোমতো জ্ঞান অর্জন করা সম্ভব।বলা হয়ে থাকে অনুশীলন মানুষকে পরিপূর্ণ করে থাকে। তাই যেকোন জিনিস আয়ত্ত্বে আনতে হলে চাই অনেক বেশি অনুশীলন করা। এজন্য এসকল যুক্তবর্ণগুলো অনুশীলন করে আপনি হয়ে উঠতে পারেন যুক্তবর্ণের এক্সপার্ট। আর যুক্তবর্ণ সম্পর্কে নিজের জ্ঞানকেও বৃদ্ধি করতে পারেন।

তাই আর দেরি না করে আপনি ঝটপট আজকের পোস্টটিতে দেওয়া উদাহরণগুলি পড়ে ফেলুন। আর প্রতিদিন এভাবে অনুশীলন করতে করতে আপনি একসময় এই বিষয়ে দক্ষ হয়ে পড়বেন। তাহলে শুরু করে দেন আজকে থেকেই অনুশীলন। অনেককে দেখা যায় যে যুক্তবর্ণের মাধ্যমে গঠিত শব্দসমূহ ঠিকমতো পড়তে পারেন না। যুক্তবর্ণে তাদের দূর্বলতা রয়েছে। সেসব দূর্বলতা কাটিয়ে উঠতে আপনি প্রতিদিন একটু একটু করে অনুশীলন করতে পারেন।

এভাবে অনুশীলন করতে থাকলে একসময় দেখা যাবে যুক্তবর্ণে আপনার দূর্বলতা আছে নেই।আপনিও অনে্যদের মতো যুক্তবর্ণকে আর ভয় পাচ্ছেন না। তাই যুক্তবর্ণের ভয়কে কাটিয়ে উঠতে আজকের পোস্টটি আপনাকে অনেকটা সহায়তা করবে বলে আশা করি। আপনাদের যুক্তবর্ণের দূর্বলতা কাঠিয়ে তুলতে আমাদের আজকের পোস্টটি। বিশেষ করে ন্ম দিয়ে গঠিত শব্দসমূহে আপনাদের দূর্বলতা কাটয়ে তুলতে আপনাদের সাহায্য করবে এই পোস্টটি।

আশা করি এই পোস্টটির মাধ্যমে আপনি উপকৃত হবেন। আর এই ন্ম দিয়ে গঠিত শব্দসমূহ জানতে তাই যে কেউ আমাদের পোস্টটি পড়তে পারেন। তাহলে আপনি ন্ম দিয়ে গঠিত শব্দ সম্পর্কে জানতে পারবেন। এই পোস্টের মাধ্যমে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হন, তাহলেই আমাদের স্বার্থকতা। এতক্ষণ মনোযোগসহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *