বিভিন্ন ধরনের পরিমাপ সম্পর্কে জ্ঞান রাখতে হলে আমাদের পরিমাপের একক গুলি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে । মেট্রিক পদ্ধতি ব্রিটিশ পদ্ধতি, পরিমাপের সম্পর্ক সঠিকভাবে আমাদের নির্ণয় করতে হবে। এই সম্পর্কে আসন্ন মান হিসেবে কয়েক দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করা হয়। ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল ব্যবহৃত হয় , বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য তেমনি ফিতা ব্যবহার করা হয়। যেহেতু প্রত্যেক বস্তুরই ওজন আছে। বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাথে বস্তু ওজন করা হয়।
তেমনি আমাদের দেশেও আগে দেশীয় রীতিতে পরিমাপ করা হলেও বর্তমানে ওজন পরিমাপের জন্য মেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়।মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত অনেক একক আছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য কুইন্টাল, মেট্রিক টন, ইত্যাদি একক ব্যবহার করা হয়। আমাদের ওয়েবসাইটটি আপনারা যারা ভিজিট এখনো করেননি তারা অবশ্যই ভিজিট করবেন।
কারণ আমাদের ওয়েবসাইটটিতে শিক্ষা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক এবং খেলা হোক, বা অন্য যে কোন বিষয় সম্পর্কে আমাদের তথ্যগুলি দেওয়া থাকে। আপনাদের যে ধরনের তথ্য দরকার সেই তথ্যগুলি আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। যেকোনো গণনায় বা পরিমাপে অবশ্যই এককের প্রয়োজন । গণনার জন্য একক হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা। দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে এক একক ধরা হয়। অনুরূপভাবে ওজন পরিমাপের জন্য নির্দিষ্ট কোন ওজনকে একক ধরা হয়, যাকে ওজনের একক বলে। আবার তরল পদার্থের আয়তন পরিমাপের একক ও অনুরূপভাবে বের করা যায়। ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে এক একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রকে একক ধরা হয়।
আবার আমরা প্রাত্যিহিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভোগ্য পণ্য ও অন্যান্য দ্রব্যের আকার আকৃতি ও ধরনের ওপর এই পরিমাপ পদ্ধতি নির্ভর করে থাকে। তাই পরিমাপের একক গুলোও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিভিন্ন দেশের পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং আদান-প্রদানের অসুবিধা হয়। তাই ব্যবসা-বাণিজ্য ও আদান-প্রদানের ক্ষেত্রে পরিমাপ করার জন্য আন্তর্জাতিক ব্রিটিশ তথা ম্যাট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়। এ পরিমাপের বৈশিষ্ট্য হল এটা দশ গুণোত্তর।
এখন আমাদের দেখাতে হবে এক মিটার সমান কত ইঞ্চি এই পরিমাপটি।
১ মিটার=৩৯.৩৭ ইঞ্চি।
তাহলে আমরা দেখলাম এক মিটার সমান কত ইঞ্চি এ ধরনের এককের মাপগুলি আমাদের অবশ্যই জানতে হবে। যে দশমিক পদ্ধতিতে সারা পৃথিবীতে ওজন এবং দৈর্ঘ্য পরিমাপ করা হয় তাকেই ম্যাট্রিক পদ্ধতি বলে। পহেলা জুলাই ১৯৮২ সাল হতে সরকারিভাবে আমাদের বাংলাদেশের মেট্রিক পদ্ধতি চালু হয়েছে
মিটার থেকে ইঞ্চি রূপান্তর
এই মেট্রিক পদ্ধতি চালুর পূর্ব পর্যন্ত আমাদের দেশে দেশীয় রীতিতেই পরিমাপ গুলি চলেছে। তাই আমাদের দেশীয় ব্রিটিশ এবং আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং জ্ঞান রাখতে হবে। দেশীয় ব্রিটিশ এবং আন্তর্জাতিক পদ্ধতিতে দৈনন্দিন জীবনে প্রচলিত পরিমাপ গুলির সাহায্যে পরিমাপ করা হয় সে কারণে আমাদের এই তিন ধরনের মাপের পরিমাণ সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাহলে সকলকে পরিমাপের এককগুলি সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরী বিষয় বলে আমরা মনে করি।
তাই তোমাদের জ্ঞাতার্থে বা তোমাদের জন্য আমরা তোমাদের প্রয়োজনীয় এককগুলি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। অথবা প্রয়োজনীয় তথ্য গুলি এখান থেকে নিয়ে তোমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারো বা বিভিন্ন ধরনের হিসাব মেলাতে পারবে। পরিমাপের তথ্যগুলি নিচে দেওয়া হল-
১ মিটার =৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি=২.৫৪ সেন্টিমিটার (প্রায়)
১০০ এয়র= ১ হেক্টর।
১ হেক্টর = ১০০০ বর্গমিটার।
১ ঘনমিটার=১০,০০,০০০ ঘন সেন্টিমিটার।
১ বর্গমিটার=১০.৭৬ বর্গফুট
২.৪৭ একর=১ হেক্টর।
১ লিটার = ১০০০ ঘন সেন্টিমিটার।
পরিমাপের বিভিন্ন একক সম্পর্কে আমরা দেখে নিলাম। এই তথ্যগুলি আমরা মনে রাখতে পারলে পরিমাপ সম্পর্কে অনেক এগিয়ে যাব।