শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি এই গানটি বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয় একটি গান। কারণ এই গানটি লেখা হয়েছিল এদেশের মহান নায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদ্দেশ্য। যার হাত ধরে এদেশের স্বাধীনতা ও বিজয় অর্জন সম্ভব হয়েছিল। তাই তার স্মরণে এই গানটি প্রতিমুহূর্তে বাংলার আকাশে বাতাসে বেজে ওঠে। তাই বাংলাদেশের জাতির পিতা সম্পর্কিত এই গানটি সম্পর্কে আমাদের অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই অনেকেই জানতে আগ্রহী শোন একটি মুজিবরের থেকে গানটি কে লিখেছে। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের কাঙ্খিত এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানিয়ে দেব। আপনাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে এ ধরনের গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভাবে আমরা প্রকাশিত করি। তাই প্রতিনিয়ত আপনারা আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন অনন্য মানুষ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি দেখিয়ে দিয়েছেন তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না। কিন্তু পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বাঙালি জাতিকে কোনো ভাবে দাবিয়ে রাখা যায় না। মহান এই নেতার নেতৃত্বেই এ দেশ থেকে শত্রু মুক্ত করতে পেরেছিল বাঙালি জাতি। তিনি ছিলেন বাঙালি জাতির সর্বস্তরের নেতা তিনি প্রতিনিয়ত বাঙালি জাতির জন্য সংগ্রাম করে গিয়েছেন কোন বাধাই তাকে থামাতে পারেনি আজীবন লড়াই করে গিয়েছেন বাংলাদেশ ও বাঙালিদের জন্য। তাই বাংলাদেশের প্রতিটি মানুষ থাকে প্রতিনিয়ত স্মরণ করে। তাই বাংলাদেশের ইতিহাসের পাতায় বিখ্যাত এই ব্যক্তিটি চিরদিন অমর হয়ে থাকবে।
বিখ্যাত এই গানটি ১৯৭১ সালে প্রকাশিত বাংলা ভাষার ভারতীয় গান যা প্রথম ২২ এপ্রিল তারিখে আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হয়। আর তখন থেকে এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল বাংলার মানুষের কাছে। তাই প্রতি বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপলক্ষে যে কোন ধরনের অনুষ্ঠানে এই গানটি ব্যাপকভাবে প্রচলিত হয়। আর জাতির পিতার উদ্দেশ্যে বিখ্যাত এই গানটি লিখেছেন। আর এই গানটি লিখেছিলেন ভারতীয় বিখ্যাত লেখক গৌরী প্রসন্ন মজুমদার। বিখ্যাত এই গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ কে অনুপ্রেরিত করেছিল। এই গানটি একটি কালজয়ী গান। বাংলার মহান নেতা শেখ মুজিবুর রহমান সম্পর্কিত এই গানটি ছিল সেই সময়ে দ্বিতীয় তম গান। আর সেই সময়ে এই গানটি ভারতেও বেশ জনপ্রিয়তা সৃষ্টি করেছিল। বিখ্যাত গানটির জন্য লেখক শিল্পী তাদেরকে নানা ভাবে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল।