ভাষা আন্দোলন বাংলার ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে, মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য বাঙালিরা তাদের জীবন দিতে পিছুপা হয়নি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলার দামাল ছেলেরা ভাষার জন্য প্রাণ হারায়। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা। এই ভাষা আন্দোলন নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। ভাষা আন্দোলন কবে কোথায় কিভাবে সংঘটিত হয়েছিল কত সালে সংবিধানে অনুসারে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় এইসব প্রশ্নের উত্তর মানুষের মাথায় ঘুরপাক খায় আর এইসব বিষয়ে উত্তর জানার জন্য গুগলে বারবার সার্চ করেছেন।তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের এখানে এ প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দেব। চলুন জেনে নেই এই প্রসঙ্গে সঠিক উত্তরটি।
ভাষা একটি জাতির কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মানুষের মনের সকল ভাব প্রকাশ ঘটে ভাষার মাধ্যমে। ভাষার মাধ্যমে জড়িয়ে আছে একটি দেশ ও জাতির আত্মপরিচয়। তাই ১৯৫৬ সালের ২৯ শে ফেব্রুয়ারি বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানিক ভাবে স্বীকৃতি লাভ করে। এর আগে সংবিধানের মূল ভাষা ছিল ইংরেজি। পরে এটাকে বাংলা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের আন্দোলনের কাছে পাকিস্তানের শাসক গোষ্ঠী বারবার পরাজয় স্বীকার করতে হয়েছে। কারণ ১৯৪৮ সালের ভাষা আন্দোলন শুরু হয় আর এই আন্দোলনের শেষ ঘটে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির মাধ্যমে।
আপনারা যারা কত সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় এ প্রশ্নের উত্তরটি ইন্টারনেটে খুঁজছিলেন আমাদের আজকের এই আর্টিকেলটি পরুন আর দেখে নিন আপনার প্রশ্নের উত্তরটি।