আমরা যারা এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী বাংলা প্রথম পত্র বই আমরা এ ধরনের প্রশ্ন দেখতে পাই। বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় কাকে রাবণি বলা হয়েছিল এ ধরনের প্রশ্ন এইচএসসি পরীক্ষার বিভিন্ন মডেল টেস্ট ও মূল পরীক্ষায় চলে আসে তখন শিক্ষার্থীরা উত্তর দিয়ে আসার পরে সেটা আসলে সঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে কাকে রাবণি বলা হয়েছে আসলে এটার সঠিক উত্তর হল রাবণের পুত্র মেঘনাদকে রাবণি বলা হয়। আসলে সৃজনশীল পদ্ধতি মুখস্তর উপর নির্ভর নয়।
পাঠ্য বইয়ের ওপর নির্ভর মৌলিক একটি বিদ্যা। তাই অনুশীলন শুরু করার আগে পাঠ্য বইয়ের পাঠ পরিচিতির লেখক পরিচিতি বস্তু সংক্ষেপ নামকরণ শব্দার্থ বানান ইত্যাদি অনেক খুঁটিনাটি জিনিস খুব গুরুত্ব সহকারে দেখতে হয়। বিশেষ করে সৃজনশীল প্রশ্ন তে মুখস্ত বিদ্যা না থাকাটাই উত্তম এখানে সবকিছু বুঝে নিজের ভিতর আয়ত্ত করে নিতে হবে তাহলে পাঠ্য বইয়ের যে অংশ থেকে প্রশ্ন করা হোক না কেন আপনি তার সঠিক উত্তরটি দিতে পারবেন।
বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যটুকু মাইকেল মধুসূদন দত্তের। আমরা যারা এইচএসসি প্রথম বর্ষের পড়াশোনা করছি, তারা অন্তত মেঘনাথ কাব্য সম্পর্কে অনেক কিছু জানেন। তবে অনেক ছোটখাটো বিষয় অনেক সময় শিক্ষার্থীরা জানেন না। তাই তারা পরীক্ষার খাতাতে উত্তর দেয়ার সময় কনফিউজ হয়ে পড়ে আসলে এটা কি সঠিক উত্তর কিনা তাই তারা পরীক্ষা দিয়ে আসার পর অনুসন্ধানে নেমে পড়ে।
আপনারা যারা অনুসন্ধান করেছিলেন কাকে রাবণি বলা হয়েছে আশা করি আমরা তার সঠিক উত্তরটি দিতে পেরেছি আপনি আমাদের আর্টিকেলটি পড়লে এই প্রশ্নের সঠিক উত্তরটি পেয়ে যাবেন।