যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন

আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন বিষয়টি নিয়ে। আপনি যদি যুক্তবর্ণ দিয়ে কিভাবে শব্দ বাক্য গঠন করতে হয় এ বিষয়টি খুঁজে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনার কাজে লাগবে বলে আশা করি। তাই আর দেরি না করে আপনি আর্টিকেলটির সাহায্যে যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন এবং বাক্য গঠন সম্পর্কে জানতে পারবেন।

প্রথমেই জেনে নেওয়া যাক যুক্তবর্ণ কি? দুই বা ততধিক ব্যঞ্জনবর্ণের সংযুক্ত রূপ ও সমষ্টিকে যুক্তাক্ষর বা যুক্তবর্ণ বলে। যেমন: জ্ঞ= জ্+ঞ।

উদাহরণ: বিজ্ঞান, অজ্ঞান, সজ্ঞা ইত্যাদি। এরকম বিভিন্ন যুক্তবর্ণের সাহায্যে আজকের আর্টিকেলটি সাজানো। এইসব যুক্তবর্ণগুলো সহজেই আপনি এখান থেকে জানতে পারবেন। তাই এই আর্টিকেলটি পড়তে পারেন। এখান থেকে আপনি উপকৃত হবেন বলে আশা করি।

এরকম যুক্তবর্ণ দিয়ে বিভিন্ন রকমের শব্দ তৈরি করা হয়৷ তাই যুক্তবর্ণ সম্পর্কে ধারণা না থাকলে ঠিকমতো বাংলা শব্দগুলো পড়াতে এবং লিখতে পারা যায় না। তাই বাংলা ভাষায় বিভিন্ন শব্দ লিখতে আর পড়তে হলে যুক্তবর্ণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আর যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠনের প্রক্রিয়া জানা থাকলে যেকেউ খুব সহজেই যুক্তবর্ণের সাহায্যে শব্দ গঠন করতে পারবে।

সাধারণত যুক্তবর্ণ লিখতে হলে দুই বা ততধিক বর্ণ একত্রিত করে লিখতে হয়। আর পড়ার সময় দুইটি বর্ণের মধ্যে প্রথমের বর্ণটিকে আগে উচ্চারণ করে পড়তে হয়৷ তাহলে যুক্বর্ণের উচ্চারণগুলো শুদ্ধভাবে পড়া যায়। আর তাই বাংলা ভাষা শিখতে হলে এবং পড়তে হলে অবশ্যই যুক্তবর্ণ সম্পর্কে জানতে হবে৷ তা না হলে কোনভাবেই বাংলা ভাষা শুদ্ধভাবে লিখা এবং পড়া যাবে না। তাই বাংলা ভাষা শুদ্ধভাবে শিখার জন্য অবশ্যই যুক্তবর্ণ শিখতে হবে৷

নিচে যুক্তবর্ণের মাধ্যমে কয়েকটি শব্দ গঠনের উদাহরণ দেওয়া হলো।এই উদাহরণ গুলোর মাধ্যমে যে কেউ যুক্তবর্ণ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে বলে আশা করি

যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন:
১. ষ্ট=ষ+ট = কষ্ট, নষ্ট, সৃষ্টি, বৃষ্টি
২. ষ্ণ=ষ+ণ= কৃষ্ণ, উষ্ণ, উষ্ণতা,
৩. শ্ব= শ+ব= ইশ্বর, নশ্বর, অবিনশ্বর
৪. ক্ষ=ক+ষ= শিক্ষা, শিক্ষক, ক্ষমা
৫. ল্প=ল+প= অল্প, গল্প, স্বল্প
৬. ক্ত= ক+ত = মুক্তা, মুক্ত, উক্ত, যুক্ত
৭. ত্ম= ত+ম = আত্মা, পরমাত্মা, মহাত্মা
৮. প্ম= প+ম= পদ্ম, ছদ্মনাম, পদ্মাবতী
৯. গ্ধ=গ+ধ= মুগ্ধ, দুগ্ধ, সিগ্ধ
১০. ঙ্ক= ঙ+ক= শঙ্কা, অঙ্ক, আতঙ্ক

যুক্তবর্ণ দিযে বাক্য গঠন নিম্নরুপ
প্রদত্ত শব্দ বাক্য গঠন
ক্ষ=দক্ষ রহিম একজন দক্ষ ইন্জিনিয়ার।
জ্ঞ=জ্ঞানী মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু থাকা ভালো।
ষ্ট=কষ্ট কষ্টের পরেই আসে সুখ।
ম্ব=সম্বল একমাত্র ছেলেটিই রহিমার শেষ সম্বল।
ক্ত=রক্ত শহীদদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।
ঙ্ক=শঙ্কা সব বিষয়ে শঙ্কা রাখতে নেই।
গ্ধ= মুগ্ধ রহিমের আতিথিয়তায় করিম মুগ্ধ।

এ ধরণের যুক্তবর্ণের সাহায্য বিভিন্ন রকম শব্দ গঠন করা যায়। এই শব্দগুলোর মাধ্যমে বিভিন্ন বাক্য তৈরি করা যায়। আর এই যুক্তবর্ণ সম্পর্কে জানতে হলে আপনি আমাদের আর্টিকেলটির সাহায্য নিতে পারেন। আর খুব সহজেই এই বিষয়টা সম্পর্কে বিস্তারিতও জানতে পারবেন এই আর্টিকেলটির সাহায্যে। তাই আর দেরি না করে যুক্তবর্ণ সম্পর্কে ধারনা নিতে আর যুক্তবর্ণ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ আর বাক্য তৈরি করার জন্য আমাদের আর্টিকেলটি ফলো করুন আর আর যুক্তবর্ণে আপনি হযে উঠুন দক্ষ।

আশা করি আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি উপকৃত হবেন। আর আপনি উপকৃত হলেই আমরা খুঁশি। এতক্ষণ মনোযোগ সহকারে আসাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমনি বিভিন্ন রকম বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ওযেবসাইটের সাথেই থাকুন। তাহরে বিভিন্ন সম্পর্কে সহজেই জেনে আপনি উপকৃত হবেন বলে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *