প্রিয় পাঠক ও পাঠিকা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। যুক্তবর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায় এই বিষয়টা নিয়ে আজকের পোস্ট। আশা করি এই পোস্টের মাধ্যমে যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করার বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। বিভিন্ন উদাহরণের মাধ্যমে নিচে আলোচনা করা হলো:
প্রথমেই জেনে নেওয়া যাক যুক্তবর্ণ কি। দুই বা ততধিক ব্যঞ্জনবর্ণের সংযুক্ত রূপ ও সমষ্টিকে যুক্তাক্ষর বা যুক্তবর্ণ বলে। যেমন: জ্ঞ= জ্+ঞ
উদাহরণ: বিজ্ঞান, অজ্ঞান, সজ্ঞা ইত্যাদি।
এরকম যুক্তবর্ণ দিয়ে বিভিন্ন রকমের শব্দ তৈরি করা হয়৷ তাই যুক্তবর্ণ সম্পর্কে ধারণা না থাকলে ঠিকমতো বাংলা শব্দগুলো পড়াতে এবং লিখতে পারা যায় না। তাই বাংলা ভাষায় বিভিন্ন শব্দ লিখতে আর পড়তে হলে যুক্তবর্ণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আর যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠনের প্রক্রিয়া জানা থাকলে যেকেউ খুব সহজেই যুক্তবর্ণের সাহায্যে শব্দ গঠন করতে পারবে।
সাধারণত যুক্তবর্ণ লিখতে হলে দুই বা ততধিক বর্ণ একত্রিত করে লিখতে হয়। আর পড়ার সময় দুইটি বর্ণের মধ্যে প্রথমের বর্ণটিকে আগে উচ্চারণ করে পড়তে হয়৷ তাহলে যুক্বর্ণের উচ্চারণগুলো শুদ্ধভাবে পড়া যায়। আর তাই বাংলা ভাষা শিখতে হলে এবং পড়তে হলে অবশ্যই যুক্তবর্ণ সম্পর্কে জানতে হবে৷ তা না হলে কোনভাবেই বাংলা ভাষা শুদ্ধভাবে লিখা এবং পড়া যাবে না। তাই বাংলা ভাষা শুদ্ধভাবে শিখার জন্য অবশ্যই যুক্তবর্ণ শিখতে হবে৷
নিচে যুক্তবর্ণের মাধ্যমে কয়েকটি শব্দ গঠনের উদাহরণ দেওয়া হলো।এই উদাহরণ গুলোর মাধ্যমে যে কেউ যুক্তবর্ণ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে বলে আশা করি৷
যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন
১. ষ্ট=ষ+ট = কষ্ট, নষ্ট, সৃষ্টি, বৃষ্টি
২. ষ্ণ=ষ+ণ= কৃষ্ণ, উষ্ণ, উষ্ণতা,
৩. শ্ব= শ+ব= ইশ্বন, নশ্বর, অবিনশ্বর
৪. ক্ষ=ক+ষ= শিক্ষা, শিক্ষক, ক্ষমা
৫. ল্প=ল+প= অল্প, গল্প, স্বল্প
৬. ক্ত= ক+ত = মুক্তা, মুক্ত, উক্ত, যুক্ত
৭. ত্ম= ত+ম = আত্মা, পরমাত্মা, মহাত্মা
৮. প্ম= প+ম= পদ্ম, ছদ্মনাম, পদ্মাবতী
৯. গ্ধ=গ+ধ= মুগ্ধ, দুগ্ধ, সিগ্ধ
১০. ঙ্ক= ঙ+ক= শঙ্কা, অঙ্ক, আতঙ্ক
এরকমভাবেই যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হয়৷ উপরের উদাহরণগুলো খেয়াল করলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যুক্তবর্ণ আয়ত্ব করার মাধ্যমে বাংলা ভাষায় যেসকল যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ আছে, সেগুলো অতিসহজেই যেকেউ লিখতে এবং পড়তে পারবে। যুক্তবর্ণ ছাড়া কোনভাবেই বাংলা ভাষার শব্দগুলো সঠিক ভাবে লিখা এবং পড়া সম্ভব হবে না। তাই যুক্তবর্ণ সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি।
কিন্তু এতটা গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই এই যুক্তবর্ণের প্রতি নজর দেয় না। আর তাই তারা যুক্তবর্ণ দিয়ে লিখিত বিভিন্ন শব্দের বানানে ভুল করে থাকে। এজন্য যুক্তবর্ণ মাধ্যমে লিখিত শব্দের বানান সঠিকভাবে লিখার জন্য যুক্তবর্ণ শিখার বিকল্প নেই। আর আপনি নিজেকে যেকোন প্রতিযোগিতামূলক পরিক্ষাসহ বাংলা ভাষাকে জানার জন্য যুক্তবর্ণ শিখতে পারেন আমাদের আজকের পোস্টটি থেকে।
এই পোস্টে দেওয়া উদাহরণগুলোর মাধ্যমে যেকেউ আপনারা অতি সহজেই যুক্তবর্ণ কিভাবে ভাঙ্গা হয় আর কিভাবে যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করতে হয় তা অতি সহজেই শিখতে পারবেন। তাই আর দেরি না করে যুক্তবর্ণ সম্পর্কে জানতে এই পোস্টটি ভালোকরে পড়তে পারেন। এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি যুক্তর্ণ দিয়ে শব্দ গঠন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন।
ঢ় দিয়ে শব্দ গঠন
ঢ় বর্ণ দিয়ে আপনারা যারা বিভিন্ন ধরনের শব্দ সংগ্রহ করতে চান তাদের জন্য আমাদের ওয়েবসাইটে এ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ প্রদান করা হলো। বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে তাদেরকে বিভিন্ন ধরনের বর্ণ দিয়ে দুইটি করে অথবা তিনটি করে শব্দ তৈরি করার কথা বলা হয়ে থাকে। তাই আপনি যখন ঢ় বর্ণ দিয়ে শব্দ গঠন করার ক্ষেত্রে শব্দ খুঁজে পাচ্ছেন না তখন আমাদের ওয়েবসাইট থেকে এই বর্ণ দিয়ে শব্দ সংগ্রহ করে নিন এবং আপনার জরুরি প্রয়োজনে তা ব্যবহার করুন। এ ধরনের শব্দগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অথবা ছোট বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে এই শব্দগুলো দেখে নিয়ে তাদেরকে পড়ানোর ক্ষেত্রে আপনাদের খুবই সুবিধা হবে।
রাঢ়, আষাঢ়, গাঢ়, গূঢ়, দৃঢ়, রূঢ়, বিমূঢ়, মূঢ়, প্রৌঢ়, ঊঢ়
ড় দিয়ে শব্দ গঠন
ড় বর্ণটি আমাদের চোখের সামনে আসলেও এই ধরনের বর্ণ বাংলা শব্দের ক্ষেত্রে খুবই কম ব্যবহার হয়েছে বলে অথবা এগুলো খুবই আমাদের কাছে আনকমন বলে আমাদেরকে বাক্য গঠন করতে দিলে আমরা হয়তো শব্দ তৈরি করতে পারি না। প্রধানত বাক্য গঠন করার ক্ষেত্রে শব্দটি যাতে সহজ হয় এবং সেটা দিয়ে যেন বাক্য গঠন করা হয় সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনি যখন আপনাদের বাচ্চাদেরকে অথবা কোন শিক্ষার্থী যখন ড় বর্ণ দিয়ে শব্দ গঠন করতে চাইবে তখন সেই শব্দ গঠন করার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের প্রদান করা বিভিন্ন ধরনের শব্দ থেকে সাহায্য নিতে পারে।
ষাঁড়, আষাড়, বিড়াল, বাড়ি, ঘড়ি
ন্ম দিয়ে শব্দ গঠন
ন্ম বর্ণটি হলো একটি যুক্তবর্ণ এবং এখানে ন এবং ম যুক্ত রয়েছে। তাই আপনারা এই যুক্তবর্ণ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ গঠন করে যখন বাক্য গঠন করতে চাইবেন তখন আপনাকে এমন শব্দ নির্বাচন করতে হবে যাতে সেটা সহজ হয় এবং সেটা দিয়ে বাক্য গঠন করাটা আপনার কাছে সুবিধা জনক হয়। যেহেতু বাংলা ভাষায় ব্যবহৃত এই ধরনের বর্ণ অথবা শব্দ গুলো খুবই কম পরিমাণে ব্যবহার করা হয় সেহেতু আমাদের মাঝে এগুলো প্রচলন কম এবং প্রচলন কম থাকার কারণে এ ধরনের যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করাটা আমাদের কাছে কঠিন হয়ে যায়। তাই আমাদের ওয়েবসাইটের প্রদান করায়ে যুক্তবর্ণ দিয়ে গঠন করা শব্দ দেখে নিন।
চিন্ময়
স্ম দিয়ে শব্দ গঠন
স্ম দিয়ে যদি শব্দ গঠন করতে চান এবং শব্দ গঠন করতে না পারেন তাহলে আমাদের ওয়েবসাইটের প্রদান করা বিভিন্ন ধরনের শব্দ দেখে নিতে পারেন। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যখন বিভিন্ন ধরনের যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করতে বলা হয় এবং বাক্য গঠন করতে বলা হয় তখন আপনাদেরকে অবশ্যই সহজ সহজ শব্দ তৈরি করতে হবে। কিন্তু শব্দ তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি এটা ভাঙতে না পারেন তাহলে বলব যে এখানে স এবং ম বর্ণ কে যুক্ত করা হয়েছে। তাই আপনারা এটা দিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের শব্দ সংগ্রহ করে নিতে পারেন এবং সহজ শব্দ সংগ্রহ করতে পারলে আপনাদের জন্য বাক্য গঠন করাটা সহজ হবে।
স্মার্ট, স্মৃতি, বিস্ময়
র্ধ্ব দিয়ে ২টি শব্দ গঠন
র্ধ্ব একটি কঠিন যুক্তবর্ণ এবং এই যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করার ক্ষেত্রে অনেক পড়াশোনা করা শিক্ষার্থী ও হয়তো হিমশিম খাবেন। শিক্ষার্থীদের সুবিধার জন্য অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা হয়ে থাকে বলে আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে এই যুক্ত বর্ণ দিয়ে দুইটি শব্দ প্রদান করা হবে। এই শব্দ যদি আপনারা আপনাদের পাঠ্য বইয়ের আলোকে খুঁজতে যান তাহলে হয়তো অনেক সময় খুঁজে পাবেন না। কিন্তু পরীক্ষায় আসলে আপনারা যদি উত্তর প্রদান করতে চান তাহলে খুব সহজেই স্বপ্ন দেখে নিয়ে উত্তর প্রদান করাটা আপনাদের জন্য সহজ হবে।
ঊর্ধ্ব
আশা করি যুক্তবর্ণ সম্পর্কে ধারণা লাভ করার জন্য আজকের পোস্টটি আপনাকে সাহায্য করবে। এই পোস্টটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তবেই আমাদের স্বার্থকতা। আশা করি উপকৃত হবেন। এই পোস্টটি এতক্ষণ ধৈর্যসহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবান। ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আর বাংলা ভাষা সম্পর্কে শুদ্ধভাবে জেনে যুক্তবর্ণ দিয়ে শব্দগঠন শিখুন।