পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ করে দিয়েছে মহান সৃষ্টিকর্তা। আর ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে নামাজ হলো অন্যতম একটি ইবাদত। যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। নামাজ হলো আল্লাহ তালার কাছে একটি প্রিয় ইবাদত। আর এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের পরেই যোহরের নামাজ আসে। আর এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম হলো জোহরের নামাজ। তাই আপনারা যারা জোহরের নামাজ কয় রাকাত এই প্রশ্নটির উত্তর জানার জন্য অনেকেই অনেক জায়গায় অনুসন্ধান করছেন তাই সঠিক উত্তরটি জানার জন্য আপনাকে সঠিক জায়গাটি নির্বাচন করতে হবে।
আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেবো যোহরের নামাজ কয় রাকাত পড়াটা উত্তম। আপনি যদি আপনার কাঙ্খিত প্রশ্ন জোহরের নামাজ কয় রাকাত এর উত্তরটি জানতে চান আমাদের ওয়েব সাইটে এসে আপনি আপনার উত্তরটি জেনে নিতে পারবেন।
একজন মুমিন ব্যক্তির দিন শুরু হয় ফজরের ফরজ নামাজ এর মাধ্যমে। ফজরের নামাজের পরেই যে ওয়াক্ত টি আছে সেটাই হলো জোহরের নামাজ। আর এই নামাজটি আদায় করা প্রত্যেকটি মুমিন ব্যক্তির ওপর ফরজ। জোহরের নামাজ সাধারণত পশ্চিম আকাশে সূর্য মাথার ওপরে অবস্থান করে তখন এই নামাজ আদায় করাটি উত্তম। সাধারণত জোহরের নামাজ ১২ রাকাত পড়তে হয়। আর এই ১২ রাকাত নামাজ হল ফরজ ,সুন্নত ও নফল নামাজের মাধ্যমে এই বার রাকাত নামাজ আদায় করতে হয়।
যোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে, যোহরের সুন্নত নামাজ আদায় করার আগে নিয়ত করে নিতে হবে, নিয়ত করে সানা পড়ে সুরা ফাতেহা পড়ে সুন্নত নামাজ শুরু করতে হবে, ফরজ নামাজের ক্ষেত্রে শেষের দুই রাকাত নামাজে সুরা ফাতেহার পরে পরবর্তীতে কোন সূরা পড়তে হয় না কিন্তু সুন্নত নামাজের ক্ষেত্রে সুরা ফাতেহার পরেও অন্য কোন সূরা পাঠ করতে হয়।
চার রাকাত সুন্নত নামাজের পরেই সাধারণত জামাতের সঙ্গে ইমামের নেতৃত্বে চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হয় জোহরের ওয়াক্তে। সাধারণত এই চার রাকাত ফরজ নামাজ টি আপনি জামাতের সঙ্গে পড়লে সাতাশ গুন সওয়াব বেশি পাবেন। তবে কোন কারণবশত যদি আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে না পারেন পরবর্তী নিজে একা আদায় করা যাবে। তবে জামাতের সঙ্গে নামাজ আদায় করাটাই উত্তম।
ফরজ নামাজের আদায় করার পরেই পরবর্তীতে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজটি আদায় করতে হয়। ফরজ নামাজের পর এই দুই রাকাত সুন্নত নামাজটি প্রত্যেকটি মুমিন ও মুসলিম ব্যক্তিকে এই নামাজটি আদায় করা উত্তম। আর এই সুন্নত নামাজের পরে দুই রাকাত নফল নামাজ পড়া কথা বলা হয়েছে এই দুই রাকাত নামাজ আসলে নিজের জন্য পড়াটা উত্তম কারণ আমাদের চলার ক্ষেত্রে অজান্তেই আমরা ছোটখাটো পাপ করে থাকি এই দুই রাকাত নফল নামাজের মাধ্যমে আমাদের এই ছোটখাটো পাপ থেকে আমরা রক্ষা পেতে পারি তাই যোহরের শেষ দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পর দুই রাকাত নফল নামাজ পড়াটা উত্তম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ তিনি কখনোই নিজের অজান্তে এই দুই রাকাত নামাজ কখনো কাযা করেনি।
জোহরের মূল নামাজ সাধারণত ১০ রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত। কিন্তু অনেকে আবার দুই রাকাত নফল নামাজ সহ এটাকে ১২ রাকাত নামাজ বলে উল্লিখিত করে। তবে নফল নামাজ নিজের জন্য নামাজ এটার জন্য কোন নির্দিষ্ট সময় নেই আপনি যেকোনো সময় যে কোন মুহূর্তে আপনি আপনার জন্য এই নামাজটি পড়তে পারেন, তবে নামাজের ওয়াক্তের সাথে এই নামাজটি পড়লে অন্য সময় আপনাকে আলাদাভাবে এই নামাজ আদায় করার জন্য সময় বের করতে হবে না তাই অনেকেই ওয়াক্তের নামাজের সাথে এই নামাজ আদায় করে থাকেন। আমাদের নবী প্রত্যেকটি নামাজের ওয়াক্তের শেষে নফল নামাজ আদায় করতেন। এবং তার উম্মতদের এই নামাজ আদায় করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিলাম জোহরের নামাজ কয় রাকাত এই প্রসঙ্গে। আপনারা যারা বিভিন্ন জায়গায় এবং গুগলে অনুসন্ধান করছেন জোহরের নামাজ কয় রাকাত তাই এই প্রশ্নের উত্তরটি সঠিক জানতে হলে আমাদের এখানে আসুন। এবং দেখে নিন আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি। আশা করছি আমরা আপনাদের প্রশ্নের উত্তরটি দিতে পেরেছি।