আপনারা অনেকেই জানতে চেয়েছেন ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে কে ইসলামের পঞ্চম খলিফা, যারা এই প্রশ্নটির সঠিক উত্তরটি জানতে চান তাদের জন্য বলছি ইসলামের পঞ্চম খলিফা হল উমর বিন আবদুল আজিজ (রহ.)। খোদাভীতি, বিচক্ষণতা, সাহসিকতা সহ সাহাবাদের অনন্য গুণাবলির সমন্বয় ঘটেছিল তার মধ্যে। তাই অনেকে তাকে ইসলামের পঞ্চম খলিফা বলে খোলাফায়ে রাশেদার মধ্যে গণ্য করেন। ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম শাসক তিনি। ওমর বিন আব্দুল আজিজ ৬১ হিজরীতে মদিনা জন্মগ্রহণ করেন।
মদিনায় বেড়ে ওঠার কারণে তার বড় বড় সাহাবীদের সঙ্গে ওঠাবসা ছিল। আব্দুল বিন ওমর রাঃ সালামের যেকোনো দরকার শৈশব কাল থেকেই যাতায়াত করতেন। কারণ তার মা আব্দুলহ বিন ওমরকে সব বিষয়ের গুরুত্বরক করতেন। শিশুকাল থেকেই তিনি ইলম অর্জনের জন্য ছিলেন প্রবল আগ্রহ। আলেমদের কথা শুনে ও তাদের সান্নিধ্য থেকে আধ্যায়ন করার প্রতি খুবই গুরুত্ব ছিলেন তার। ওই সময় মদিনায় ছিল সাহাবী ও তাইয়িবিদের ও আলেমদের পদচরণে মুখরিত ছিল। তাই মদিনার ইলমের মসজিদ গুলোতে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন।
তিনি কৈশোরে দস্যি প্রণয় সময় অপচয় করেননি। বুদ্ধিমান হওয়ার পর থেকেই ইলমের প্রতি ও ইসলামের প্রতি প্রবল আগ্রহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। আল্লাহতালা তার নিবিড় পরিচয় বেড়ে উঠায় কুদরতি ব্যবস্থা করে দিয়েছিল।শৈশবের এ সময় ওমর বিন আবদুল আজিজ পবিত্র কোরআন হাফেজ সম্পন্ন করেন। স্বচ্ছ পবিত্র অন্তরের অধিকারী হওয়ায় তার জন্য এটি সহজই ছিল।
আপনারা যারা ইসলামের পঞ্চম খলিফা কে ছিলেন কাকে বলা হয় ইসলামের পঞ্চা খলিফা এই প্রশ্নর উত্তর অনুসন্ধান করছেন আশা করছি আপনার প্রশ্নের সঠিক উত্তরটি প্রদান করতে পেরেছি।