আন্তর্জাতিক বাংলা ভাষা বাঙালি জাতির কাছে প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। বাংলা ভাষা শুধু বাঙ্গালীদের কাছে নয়, এখন গোটা বিশ্বের মানুষের কাছে মর্যাদাপূর্ণ একটি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাঙালি জাতির কাছে শোকের দিন হলেও বর্তমানে এই দিনটি বাঙালি জাতির কাছে খুব গৌরবের একটি বিষয়। হয়তো পৃথিবীতে এমন কম জাতি রয়েছে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আপনারা যারা বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে এ প্রশ্নের উত্তরটি জেনে নিতে চান আমাদের আজকের এই আর্টিকেলটিতে এ প্রসঙ্গে জানিয়ে দেওয়া হবে
পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির ছিল বাঙালি জাতির কাছে। তাই বাংলা ভাষাকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকে বিশ্বের দরবারে বাঙালি জাতির সম্মান আরো একধাপ বেড়ে যায়। আপনারা যারা আপনাদের এই কাঙ্খিত প্রশ্নের উত্তরটি খুজছিলেন আমাদের ওয়েবসাইটে এসে এ প্রশ্নের উত্তর জেনে নিন।