idra সাধারণত বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। একটি দেশের নাগরিকের জন্য একটি বীমা থাকাটা অত্যন্ত জরুরী। বীমা এমন একটি জিনিস যা আপনাকে বা আপনি যে জিনিস গুলি বীমা করেছেন তা একটি ভারী আর্থিক ক্ষতি থেকে বজায় রাখে। আমরা কিন্তু সবাই সুরক্ষিত না কারণ প্রতিনিয়ত আমাদের চারপাশে কোন না কোন দুর্ঘটনা ঘটছে। তাই নিজের পরিবারের কথা ভেবে বীমা থাকাটা অত্যন্ত জরুরী একটি বিষয়।
আর এই বীমা সঙ্গে জড়িয়ে আছে idra এর সম্পর্কে। আপনারা অনেকেই বীমা করেছেন কিন্তু idra এই শব্দটির সঙ্গে পরিচিত নয় এমন কমই রয়েছে। তাই আপনারা যারা idra এই বিষয়টি সম্পর্কে জানেন না বা idra কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে এ প্রশ্নের উত্তরটি জানিয়ে দিব চলুন তাহলে দেখে নেয়া যাক idra কত সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের বীমা খাতকে নিয়ন্ত্রণ করে idra এই প্রতিষ্ঠিত।এটা একটি সরকারী সংস্থা। বীমা সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা ও যেকোনো ধরনের তথ্য পেতে হলে এই সংস্থাটির তত্ত্বাবধানে হয়ে থাকে। বীমা খাতকে আরো উন্নত করার জন্য সরকার নানান পদক্ষেপ এর মধ্যে idra এটি একটি অন্যতম পদক্ষেপ। তাই বিমার উন্নয়নের ক্ষেত্রে ও তারই ধারাবাহি কতা বজায় রাখার জন্য ২৬ শে জানুয়ারি ২০১১ সালে বীমা দিবসে idra বাংলাদেশ প্রতিষ্ঠিত করা হয়ে থাকে।
আপনারা যারা idra কত সালে প্রতিষ্ঠিত হয় এ প্রশ্নের উত্তর টি জানতে চাচ্ছেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে এ প্রশ্নের উত্তরটি জানিয়ে দেয়া হলো। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে এ প্রশ্নের সঠিক উত্তরটি খুব সহজেই জেনে নিন।