১ বিলিয়ন বাংলাদেশের কত

মিলিয়ন বিলিয়ন ইত্যাদি আন্তর্জাতিক রীতিতে গণনার একক। আমাদের দেশে গণনার একক গুলি হল একক দশ ক পথক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। যেহেতু আমাদের দেশের ব্যবসা-বাণিজ্য আন্তর্জাতিক পর্যায়ে হয়ে থাকে । তাই আমাদের আন্তর্জাতিক রীতি অনুযায়ী অবশ্যই আমাদের সবার সামান্যতম হলেও ধারণা থাকা দরকার। আর সেই ধারণা থেকেই আমাদের আজকে দেখাতে হবে এক বিলিয়ন সমান বাংলাদেশে কত টাকা হয়।আপনারা আমাদের ওয়েবসাইট যারা এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। কারণ আমাদের ওয়েবসাইটে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য বিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান ইত্যাদি সম্পর্কে সকল তথ্য অত্যন্ত সঠিক নির্ভুলভাবে দেওয়া থাকে। তাই যেখানে কোন কারো যদি কোন তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটে এসে খোঁজ করলে অবশ্যই সেই তথ্যের উত্তর পাওয়া যাবে।

আবার কারো যদি সেই তথ্যগুলি ডাউনলোড করে নিতে হয় তারা সেটিও পারবে। কারন আমাদের ওয়েবসাইটে প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নিতে কোন এক্সট্রা চার্জের প্রয়োজন হয় না। তাই প্রয়োজনীয় তথ্যগুলি তারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে অন্য ।আন্তর্জাতিক রীতিতে, দেশীয় রীতির ন্যায় একক, দশক ও শতক, কথায় ও অঙ্কে একই রকমের। কিন্তু হাজারের ঘরকে আন্তর্জাতিক রীতিতে হাজার বলা হবে কিন্তু সেখানে তিন অঙ্ক পর্যন্ত গণনা করা হয়। এরপর আসে মিলিয়ন তারপর বিলিয়নের ঘর। এই ঘরগুলোতেও তিন অংক পর্যন্ত গণনা করা হয়।

আমরা যে পদ্ধতি গননা করে থাকি সেটা আসলে দেশীয় পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত , লক্ষ, নিযুত, কোটি এইভাবে গণনা করে থাকি।আন্তর্জাতিক পদ্ধতিতে একক থেকে মিলিয়ন পর্যন্ত স্থানগুলো তিন ঘর, তিন ঘর, করে হাজার পর্যন্ত সাজানো হয়। আর শতক, দশক, একক একটি করে সাজানো হয়। একক দশক এবং শতকের ঘরের অংক গুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া হয় ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের। হাজারের ঘরে অনূর্ধ্ব তিন অংক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় ততো হাজার পড়া হয়। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এই ঘরে অনূর্ধ্ব তিন অংক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় ততো মিলিয়ন পড়া হয়। মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের।

কোন সংখ্যা শুদ্ধ ভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে তিন অংক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি।

এই পদ্ধতি অনুযায়ী আমরা দেখতে পারি এক বিলিয়ন সমান কত। তাহলে আসুন আমরা দেখে নিই এক বিলিয়ন সমান কত হতে পারে।
১ বিলিয়ন=১০০ কোটি।

তাই বলা যায় এক বিলিয়ন সমান ১০০ কোটি । আমাদের দেশীয় রীতি অনুযায়ী ১০ লক্ষ সমান ১ মিলিয়ন হয়।

মিলিয়নের ঘরে সর্বডানের এক এর স্থানীয় মান ১ মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিজুতের ঘর অর্থাৎ এই ঘরে একের স্থানীয় মান এক নিযুত বা ১০ লক্ষ। আর এর বামের তিনটি ঘরই হচ্ছে বিলিয়নের ঘর। তাহলে আমরা মিলিয়ন বিলিয়ন ইত্যাদি হিসাবগুলি আমাদের এখান থেকে দেখে নিতে পারলাম। তাই আপনারা আমাদের ওয়েবসাইটটি বার বার ভিজিট করুন এবং আমাদের পাশে থাকুন। আমরা আপনাদের জন্য সকল ধরনের তথ্য প্রকাশ করে থাকি আমাদের ওয়েবসাইটে। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং যে কোন বিষয় সম্পর্কে আপনারা জানুন। জানতে কার না ভালো লাগে। সবারই জানা উচিত।

আরো যে কোন ধরনের তথ্য জানতে আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন বারবার। যেহেতু আমাদের ওয়েবসাইটটিতে সব ধরনের প্রশ্নের উত্তরে প্রকাশ করা থাকে তাই আপনার প্রয়োজনীয় যে কোন প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে এসে খোঁজ করতে পারেন এবং পেয়ে যাবেন আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *