ব্যালন ডি অর কে কতবার পেয়েছে

ব্যালন ডি অর হচ্ছে ফুটবল খেলয়ারদের পারফরম্যান্স উপর বিবেচনা সাপেক্ষে সর্বোচ্চ সম্মাননা স্বরূপ একটি পুরষ্কারের নাম। আর এই পুরস্কারটি বহু প্রাচীনকাল থেকে ফুটবল খেলোয়ারদের মাঝে দেওয়া হয়ে থাকে। এই পুরস্কার টি একটি আন্তর্জাতিক পুরস্কার। আর এই পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দেওয়ার প্রচলন শুরু হয়। ব্যালন ডি অর অর্থ সোনার ফুটবল। তবে এই বলটি সম্পূর্ণ সোনার তৈরি বল নয়। কিছু পিতল ও তামার সংমিশ্রণে এ বলটি তৈরি হয়।
প্রতি বছর পয়েন্ট অনুযায়ী সেরা খেলোয়াড়কে এই ব্যালন ডি অর পুরষ্কার দেওয়া হয়। তাই আমাদের মাঝে অনেক ফুটবলপ্রেমী রয়েছে যারা ব্যালন ডি অর এই পুরস্কারটি কে কতবার পেয়েছে এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে জেনে নিতে আগ্রহী। আর এই আগ্রহ থেকে তারা গুগলে এ প্রশ্নটির উত্তর জানার জন্য সার্চ করছেন তাই আমরা আমাদের আজকের পোষ্টের মাধ্যমে এই তথ্যটি সম্পর্কে জানিয়ে দেব।

ব্যালন ডি অর পুরস্কারটি একজন ফুটবল খেলোয়ারের জন্য খুব সম্মান জনক একটি পুরস্কার। আর এই পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে শুরু করে ৬৭ বার ব্যালন ডি আর পুরস্কারটি প্রদান করা হয়েছে। ফুটবল খেলোয়াড়দের মধ্যে সেরা পার ফরমেন্সের মাধ্যমে বিখ্যাত এই পুরস্কারটি প্রদান করা হয়। এই পুরস্কারটি সর্বপ্রথম ইউরোপীয় খেলোয়াড়দের মাঝে দেওয়া হতো পরবর্তীতে সারা পৃথিবীর খেলোয়াড়দের এই পুরস্কারটি বিতরণ করা হয়। পরবর্তী সব লীগে খেলা ফুটবলা রদের জন্য ব্যালন ডি অর পুরস্কারটি উন্মুক্ত করা হয়। ফরাসি ক্রীড়া লেখক সাংবাদিক গাব্রিয়েল আনো এই পুরস্কারটির পরিকল্পনা করেন। আর এই পুরস্কারটি শুধু খেলোয়ারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে নয় অনেক ক্ষেত্রে সাংবাদিকদের ভোটাভুটির উপর নির্ধারিত করা হয়।

১৯৫৬ সালে সর্বপ্রথম ব্যালন ডি অর পুরস্কারটি বিতরণ করা হয়েছিল ফ্রান্সে। প্রথমদিকে শুধুমাত্র ইউরোপের লীগে খেলা ইউরোপীয়ান ফুটবলারদের ব্যালন ডি অর পুরস্কার দেয়া হত। ব্যালন ডি অর সম্পর্কে আমরা আপনাদের অনেক ধরনের তথ্য জানিয়ে দিলাম এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব ব্যালন ডি অর কে কতবার পেয়েছে। ২০২২ সালের সর্বশেষ ব্যালন ডি অর পুরস্কারটি জিতেছিলেন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি। আর এটা মিলিয়ে সর্বাধিক সাত বার ব্যালন ডি অর পেয়েছে আর্জেন্টিনার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা লিওনেল মেসি।

এরপর পাঁচ বার ব্যালন ডি অর নিয়ে সর্বোচ্চ ব্যালন ডি অর অর্জনের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ক্রিস্টিয়ানো রোনালদো। এবং এই পুরস্কারটি অর্জনে তৃতীয় স্থানের নাম লিখেছেন তো ফ্রান্সের মিশেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *