১ কেজি সমান কত লিটার

পরিমাপের ক্ষেত্রে আমাদের কত কিছুই পরিমাপের একক জানতে হয় তার আর ইয়ত্তা নেই। আমরা জানি এক কেজি সমান কত লিটার কিন্তু এটা জানি না এক লিটার = কত কেজি হতে পারে। কোন তরল পদার্থ যতটা জায়গা জুড়ে থাকে তা এর আয়তন হিসেবে বিবেচনা করা হয় না একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে কিন্তু কোন তরল পদার্থের তা নেই। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের ই আকার ধারণ করে। এজন্য একটি নির্দিষ্ট আয়তনের কোন ঘনবস্তর আকৃতির মাপনি দ্বারা তরল পদার্থ মাপা হয়। আজকে আমাদের দেখাতে হবে এক লিটার = কত কেজি বা কিলোগ্রাম হবে। কিন্তু যখন আমরা দেশীয় রীতিতে পরিমাপ করতাম তখন আমাদের দেশীয় রীতিতে তরল পদার্থ গুলিও মাপা হয়ে থাকতো।

সেখানে সের, আধাসের, পোয়া, ছটাক, তোলা ইত্যাদি পরিমাপক গুলি ব্যবহার করা হতো। কিন্তু বিভিন্ন দেশের পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি প্রচলিত থাকায় আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও আদান-প্রদানের অসুবিধা হওয়ার কারণে গোটা বিশ্বে অর্থাৎ সারা বিশ্বে একই ধরনের পরিমাপকের প্রচলনের কথা বিশ্ববাসী ভাবতে শুরু করে। সেই ভাবা থেকে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম একটি পরিমাপক পদ্ধতির প্রবর্তন করা হয়।

সেই পদ্ধতিকে আন্তর্জাতিক রীতি তথা মেট্রিক পদ্ধতি বলা হয়। সেই সূত্র ধরেই আমাদের বাংলাদেশেও দেশি রীতি প্রত্যাখ্যান করে পৃথিবীর সব দেশের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য ১৯৮২ সালের পহেলা জুলাই থেকে সরকারিভাবে মেট্রিক পদ্ধতি চালু করা হয়। ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আদান-প্রদানের ক্ষেত্রে এই ম্যাট্রিক পদ্ধতি খুবই কার্যকর ভাবে প্রচলিত আছে। বর্তমানে আমাদের বাংলাদেশে ও এই পদ্ধতি হাটে বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দোকানপাট সব স্থানে পুরোপুরিভাবে প্রচলিত আছে। আমরা জানি ওজন পরিমাপের একক গ্রাম এটি মেট্রিক পদ্ধতির একক এই ম্যাট্রিক পদ্ধতির এককে কম কম ওজন পরিমাপ করার জন্য গ্রাম একক ব্যবহার করা হয় এবং বেশি বেশি পরিমাণ বস্তু ওজন করার জন্য কুইন্টাল মেট্রিক টন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমাদের দেখাতে হবে এক লিটার সমান কত কেজি হবে।

১ কেজি = ১লিটার ,কিন্তু যেহেতু কিলোগ্রাম ভরের একক এবং লিটার তরল পদার্থের আয়তনের একক। তাই দুইটি ভর এক হতে পারে না। শুধুমাত্র ৪°( ডিগ্রি )সেন্টিগ্রেট তাপমাত্রায় বিশুদ্ধ পানির ওজন ছাড়া অন্য সকল ক্ষেত্রেই এক কেজি সমান ১ লিটারের আলাদা হতে পারে। তাই আমরা গাণিতিকভাবে বলতে পারি যে
১ কেজি =১.০৯ লিটার/১.০৫২৭৪/১.০৫২৬ লিটার (প্রায়)

অনুরূপভাবে বলা যায় এক লিটার = ৯৬০ গ্রাম ৯ ৫০ গ্রাম ৯৮০ গ্রাম ইত্যাদি হতে পারে। তাই আপনারা আমাদের ওয়েবসাইটটি বার বার ভিজিট করুন এবং আমাদের সহযোগিতা করুন। আমাদের ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের প্রয়োজনের সকল ধরনের তথ্য গুলি পেতে পারবেন। তাই আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা আমাদের আপনাদের পাশে থাকতে অনেকটাই কঠিন হয়ে পড়বে তাই আমাদের পাশে থাকার জন্য আপনারা এবং আপনাদের পরিচিত সবাইকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে বলুন।

যেহেতু আমরা আপনাদের জন্য শিক্ষা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক সকল ধরনের সঠিক তথ্যগুলো উপস্থাপন করে থাকি। তাই আপনারাও আমাদের ওয়েবসাইটটি বার বার ভিজিট করে আমাদের পাশে থাকবেন আশা রাখি। শিক্ষার্থীরা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি বার বার ভিজিট করবে কারণ শিক্ষা বিষয়ক সকল শ্রেণীর সকল বিষয়ের তথ্যগুলি আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। তাই শিক্ষার্থীরা তাদের যেকোনো প্রশ্নের উত্তরগুলি পেতে আমাদের ওয়েবসাইটে আসতে হবে। আমাদের ওয়েবসাইটের ভাষাগুলি অত্যন্ত সুন্দর সাবলীল এবং সহজ সরল। তাই কোন শিক্ষার্থীর কাছে আমাদের ওয়েবসাইটের ভাষা বুঝতে কোন ধরনের অসুবিধা হওয়ার কথা নয়। অত্যন্ত দুর্বল শিক্ষার্থী ও আমাদের ওয়েবসাইটের ভাষা বুঝতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *