হার্নিয়া এমন একটি রোগ আমাদের দেশের সচারাচর অনেক মানুষের হয়ে থাকে। সাধারন অর্থে যদিও সবাই হার্নিয়া শব্দটি শুনলে ধরে নেয় এটা অন্ড কোষেই শুধু হয় তাহলে এটা ভুল ভাববেন এটা মানব শরীরের আরও বিভিন্ন অংশ হয়ে থাকে। হার্নিয়া হল এমন একটি অবস্থা যেখানে একটি অভ্যন্তরীণ অঙ্গ আপনার পেশীর একটি ক্ষীণ বিন্দু দ্বারা তৈরী। বেশির ভাগ হার্নিয়া মানুষের অন্ডকোষ ও পেটের তলে হয়ে থাকে। আপনারা অনেকেই হার্নিয়া কত প্রকার এই প্রশ্নটির উত্তর জানার জন্য গুগলে বারবার সার্চ করছেন। আপনাদের সুবিধার জন্য আজকের এই পোস্টির মাধ্যমে এই প্রশ্নের উত্তরটি আমরা জানিয়ে দেবো।
হার্নিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়।
১. সরাসরি ইনগুইনাল হার্নিয়া ও
২. পরোক্ষ ইনগুইনাল হার্নিয়া।
আপনারা হার্নিয়া কত প্রকার এ প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমাদের এখানে তা প্রদান করা হলো। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে এই প্রশ্নের উত্তরটি জেনে নিন।