গিয়ার হল একটি মেকানিক যন্ত্রাংশ। ইঞ্জিন চালিত প্রত্যেকটি যানবাহনের জন্য এই মেকানিক যন্ত্রাংশটি বিশেষ ভূমিকা পালন করে। গিয়ার হল এক ধরনের ঘূর্ণিয়মান যন্ত্র যার দাঁত বা কগ থাকে, যা আরেকটি দাঁত যুক্ত অংশের সাথে যুক্ত হয়ে টর্ক স্থানান্তর করে। আপনারা যারা গিয়ার কত প্রকার এই বিষয়টি জানার জন্য গুগলে বার বার সার্চ করছেন আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে আপনাদের এই বিষয়ে জানিয়ে দেব।
সাধারণত সচারাচর ব্যবহার করা হয় এমন গিয়ার কে ছয়টি ভাগে ভাগ করা হয়। সেগুলো হল:
১. স্পার গিয়ার ২. বিভেল গিয়ার ৩. হেলিক্যাল গিয়ার ৪. র্যাক এন্ড পিনিয়ন গিয়ার ৫. স্পাইরাল ও ৬. ওয়াম গিয়ার।
আপনারা যারা গিয়ার কত প্রকার এই বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছিলেন আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই প্রসঙ্গে জানিয়ে দিলাম। আপনারা আমাদের এখান থেকে এসে এই প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিন।