১ ফুট সমান কত ইঞ্চি

ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ ফুট ইঞ্চি ইত্যাদি চালু আছে।আমাদের দেশীয় রীতিতে ফুট, গজ, ইত্যাদি আমরা হর হামেশাই ব্যবহার করে থাকি। ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য এবং তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য। আন্তর্জাতিক আদর্শ মান বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট গ্রহণ করা হয়েছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বা কাজে লাগে এমন কিছু বস্তুর সবগুলো ই দৈর্ঘ্য মাপা হয় আমাদের দেশীয় রীতিতে। একটি বইয়ের দৈর্ঘ্য, টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ ইত্যাদি আমরা ইঞ্চিতে স্কেল দিয়ে অথবা ফিতা দিয়ে মাপি। আমাদের দেশীয় পদ্ধতিতেই আমরা আমাদের পরিমাপের বিষয়গুলি বা মাপ -যোখ করে ফেলতাম। কিন্তু বর্তমান রীতিতে আমাদের আর পূর্বের সেই পরিমাপগুলো এখন আর চলে না। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হাট-বাজার দোকানপাট সর্বত্রই আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী মেট্রিক পদ্ধতির পরিমাপ গুলোই আমাদের এখন চলমান আছে।

দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে তরল পদার্থ পরিমাপের ক্ষেত্রে , বিভিন্ন ধরনের কঠিন পদার্থ পরিমাপ বা ওজনের জন্য, তরল পদার্থের পরিমাপের জন্য, সকল ক্ষেত্রেই মিটার , লিটার ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। আপনারা যারা আমাদের ওয়েবসাইটটি এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে যাবেন। আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক অথবা যে কোন বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া থাকে। আপনারা যে ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে চান সকল ধরনের প্রশ্নের উত্তরই আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। তাই আপনার মনের মধ্যে যে ধরনের প্রশ্নের উদয় হয় অবশ্যই আমাদের ওয়েবসাইটে এসে সেই প্রশ্নটি করতে পারেন এবং খুঁজে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে।

আশা রাখি আপনার মনের সকল প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকতে পারবো। এছাড়াও আমরা প্রাথমিক থেকে শুরু করে সকল শ্রেণীর প্রশ্নের উত্তরগুলি দিয়ে থাকি। সকল ধরনের শিক্ষার্থীর চাহিদা আমাদের এই ওয়েবসাইট থেকে মিটে যাবে।
এখন আমাদের দেখতে হবে এক ফুট সমান কত ইঞ্চি।
Feet to Inch Converter

ফুট থেকে ইঞ্চি রূপান্তর

১ ফুট =১২ ইঞ্চি।
তাহলে আমরা এক ফুট সমান কত ইঞ্চি দেখে নিলাম।
দেশীয় পরিমাপের আরো কিছু পরিমাপের একক আমরা দেখতে পারি যেমন-
১ হাঞ্চ =২.৫৪ সে. মি. (প্রায়)
১ মাইল =১-৬১ কি. মি. (প্রায়)
১ মিটার=৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি.= ০.৬২ মাইল (প্রায়)
অত্যন্ত দুর্বল থেকে সবল, সকল শিক্ষার্থী আমাদের এই ওয়েবসাইট এসে প্রশ্নের উত্তর গুলি পেয়ে যেতে পারে।

আবার আমাদের প্রশ্নের উত্তর গুলি অত্যন্ত সহজ সরল এবং সাবলীল ভাষায় দেওয়া থাকে। বিধায় সকল শিক্ষার্থীর জন্য বোধগম্যে হতে কোন অসুবিধা হয় না। এখন আমাদের দেখাতে হবে এক মিটার সমান সমান কত ফুট হতে পারে।

সেই সূত্রেই ১৯৮২ সালের পহেলা জুলাই থেকে আমাদের দেশেও মেট্রিক পদ্ধতি চালু হয়েছে। যাতে আমাদের দেশ বহির্বিশ্বের মাপ যোখের সাথে তাল মিলিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারে। তাই আমাদের মেট্রিক পদ্ধতি এখন ব্যবসা-বাণিজ্য মাপ যোখের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে এই পরিমাপ ছাড়া আমরা আর চলতে পারি না। বিধায় আমাদের এখন মেট্রিক পদ্ধতিতেই সকল পরিমাপের বিষয়গুলি মাপ যোখ করতে হয়। আপনারা বারবার আমাদের ওয়েবসাইটটি ভিজিট করলে আমাদের সকল উত্তরগুলি আপনারা দেখে নিতে পারবেন।

যেহেতু আমাদের ওয়েবসাইটে আপনাদের প্রয়োজনীয় সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া থাকে , সেই কারণে আপনারা আমাদের ওয়েবসাইটটি বারবারই ভিজিট করতে পারেন। এবং এখানকার কোন প্রশ্নের উত্তর যদি আপনারা ডাউনলোড করে নিতে চান তাহলেও পারবেন অন্যান্য কোন চার্জ ছাড়াই। তাহলে এদিক থেকে আপনারা বেশ সুবিধা পাবেন। একজন শিক্ষার্থী যদি আমাদের ওয়েবসাইটে নিয়মিত ফলো করতে থাকে তাহলে তারা বা সে শিক্ষার্থী অবশ্যই ভালো মানের শিক্ষার্থী হয়ে উঠতে পারবে অল্প কিছুদনে দিনের মধ্যেই। যেহেতু শিক্ষা বিষয়ক সকল প্রশ্নের উত্তরগুলি এবং সকল শ্রেণীর প্রশ্নের উত্তরগুলি আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে সেই কারণে যে কোন শ্রেণীর শিক্ষার্থী হোক না কেন তারা আমাদের এই ওয়েবসাইটে এসে পেয়ে যাতে পারে তার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *