আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভোগ্য পণ্য ও অন্যান্য দ্রব্যের আকার আকৃতি ও ধরনের ওপর নির্ভর করে বিভিন্ন পরিমাপের পদ্ধতি।
দৈর্ঘ্য মাপার জন্য এক রকম পরিমাপ পদ্ধতি, ওজন পরিমাপ করার জন্য একরকম পরিমাপ পদ্ধতি, এবং তরল পদার্থের আয়তন বের করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতি রয়েছে। ক্ষেত্রফল এবং ঘনফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য পরিমাপ দ্বারা তৈরি পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়। আবার জনসংখ্যা পশুপাখি গাছপালা নদী-নালা ঘরবাড়ি যানবাহন ইত্যাদি সংখ্যাও আমাদের জানার প্রয়োজন আছে। তাই গণনা করে এগুলো পরিমাপ করা হয়। এ পর্যায়ে এখন আমাদের এক ফুট সমান কত গজ তা নির্ণয় করে দেখাতে হবে।
আপনারা যারা আমাদের ওয়েবসাইটটি এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক , স্বাস্থ্য বিষয়ক, বিজ্ঞান বিষয়ক, সকল প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ সরল সুন্দরভাবে প্রকাশ করা থাকে। তাই অত্যন্ত দুর্বল শিক্ষার্থীরাও আমাদের ওয়েবসাইটের প্রশ্নের উত্তরগুলি বুঝে নিতে পারবে। আবার আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নেওয়া যায় । ডাউনলোড করে নিতে কোন ধরনের এক্সট্রা চার্জ প্রযোজ্য হয় না। তাই যদি কোন শিক্ষার্থীরা অথবা যদি কোন ব্যক্তির আমাদের ওয়েবসাইট থেকে কোন প্রশ্নের অথবা কোন তথ্য ডাউনলোড করে নিতে হয় তাহলে তারা অন্যান্য খরচ ব্যতীতই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে।
আমাদের ওয়েবসাইট থেকে কোন তথ্য ডাউনলোড করে নিতে নিচে ডাউনলোড অপশন এ গিয়ে সেখানে দেখানো প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করে প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নিতে হয়। যেহেতু আমাদের ঘরবাড়ি তৈরীর সময় অথবা জমিতে ফসল ফলানোর সময়ও জমির পরিমাণ জানা আবশ্যক আবার ঘরবাড়ি করার সময় ঘরের দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি জানাও আবশ্যক।
ফুট থেকে গজ রূপান্তর
তাই ঘরের দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি আমরা ফুট গাছ মিটার ইত্যাদিতে দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন মেপে থাকি। এখন আমাদের দেখাতে হবে এক ফুট সমান কত গজ। তাহলে আমরা গাণিতিকভাবে বিষয়টি দেখে নিতে পারি
১ ফুট=০.৩৩ গজ(প্রায়)
আমরা পরিমাপ সম্পর্কে আরও বিভিন্ন তথ্য এখানে দেখতে পারি। এই তথ্যগুলো আমাদের প্রত্যেকের জীবনে ই কাজে লাগবে বলে আমরা আশা করি। তাহলে চলুন দেখা যাক পরিমাপ সম্পর্কে আর তথ্য গুলি কি কি সেগুলো দেখে নিই।
১ বর্গহাত = ৩২৪ বর্গ ইঞ্চি
৪ বর্গগজ বা ৪ গন্ডা=৯ বর্গফুট = ০.৮৩৬ বর্গমিটার (প্রায়)
১ কাঠা=৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ ৬৬.৮৯ বর্গমিটার (প্রায়)
১ বিঘা=১৬০০ বর্গগজ=১৩৩৭.৮ বর্গমিটার (প্রায়)
১ শতক= ৪৩৫.৬ বর্গফুট (প্রায়)=১০০০ বর্গকড়ি (১০০ কড়ি = ৬৬ ফুট)
১ বর্গমাইল=১৯৩৬ বিঘা
১ বর্গমিটার=৪.৭৮ গন্ডা (প্রায়)=০.২৩৯ ছটাক (প্রায়)
১ এয়র=২৩.৯ ছটাক (প্রায়)
বিভিন্ন দেশের বিভিন্ন এককের সাহায্যে আমরা বস্তুর ওজন/পরিমাপ করে থাকি।
কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে ও আদান-প্রদানে অসুবিধা হয়। এক এক দেশের, এক এক পরিমাপ পদ্ধতি থাকার কারণে এক দেশের সঙ্গে আরেক দেশের ব্যবসা-বাণিজ্যে হিসাব মেলাতে অনেকটা কষ্ট হয়। তাই ব্যবসা-বাণিজ্য ও আদান-প্রদানের ক্ষেত্রে পরিমাপ সঠিক করার জন্য আন্তর্জাতিক রীতি তথা মেট্রিক পদ্ধতির ব্যবহৃত হয়। এই মেট্রিক পরিমাপের বৈশিষ্ট্য হলো এটা গুণোত্তর। দশমিক ভগ্নাংশের দ্বারা এই পদ্ধতিতে পরিমাপ সহজে প্রকাশ করা যায়। ১৮ শতকে ফ্রান্সে প্রথম এই মেট্রিক পদ্ধতি প্রবর্তন করা হয়। কিন্তু আমাদের বাংলাদেশের তখনো এই পদ্ধতিতে পরিমাপ প্রচলিত হয়নি।
তখনও দেশীয় পরিমাপ পদ্ধতিতে আমাদের হাটে বাজারে ব্যবসা-বাণিজ্য পরিমাপের একক গুলি ব্যবহৃত হতো। কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক পরিমন্ডলের ব্যবস্থা বাণিজ্য প্রসারের লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৯৮২ সালের পহেলা জুলাই এই ব্রিটি শ তথা আন্তর্জাতিক কৃতি তথা মেট্রিক পদ্ধতি পুরোপুরি ভাবে চালু করে। তাই আপনার জীবনের এসব প্রয়োজনীয় তথ্যগুলি দেখার জন্য আপনারা বারবার আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং দেখে নিন আপনার প্রয়োজনীয় প্রশ্নের তথ্য গুলি কি কি হতে পারে।