এতেকাফ কারী ব্যক্তি এতেকাফ অবস্থায় দুনিয়ার সকল কাজ থেকে মুক্ত রেখে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে নিয়োজিত রাখবে। তবে এতেকাফ এর প্রকারভেদ রয়েছে আপনারা হয়তো অনেকেই এই প্রকারভেদ সম্পর্কে জানেন না তাই আপনারা যারা এর প্রকারভেদ সম্পর্কে জানেনা তারা বিভিন্ন জায়গায় ইন্টারনেটে অনুসন্ধান করছেন। আপনারা যারা এতেকাফ কয় প্রকার ও কি কি এ প্রশ্নের উত্তরটি সঠিকভাবে জানতে চান আমাদের আজকের আর্টিকেলটি আপনি শুরু থেকে শেষ অব্দি পড়েন তাহলে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন।
এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা বা কোন স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা। ইসলামের পরিভাষায় বলা হয় মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য বিশেষ এক সময়ে বিশেষ এক নিয়মে নিজেকে মসজিদে আবদ্ধ রাখাকে এতেকাফ বলে।
ইসলামী শরীয়তে এতেকাফ ৩ প্রকার।
১.ওয়াজিব এতেকাফ ।
২.সুন্নাত এতেকাফ ।
৩.মুস্তাহাব এতেকাফ ।
১.ওয়াজিব এতেকাফ: কেরামের ঐকমত্যে ওয়াজিব ই‘তিকাফ হলো মানতের ই‘তিকাফ।
২.সুন্নাত এতেকাফ: রমযানের শেষ ১০ দিনের ই‘তিকাফ। সুন্নাতে মুয়াক্কাদা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ রমজান মাসের শেষ দশ দিনে মসজিদে গিয়ে এতেকাফ পালন করতেন।
৩.মুস্তাহাব এতেকাফ: উল্লেখিত দুই প্রকার ব্যতীত বাকী সব মুস্তাহাব ইতেকাফ। লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য এতেকাফ করা সুন্নত। কারণ রমজান মাসের শেষের বেজোড় রাতের যেকোনো এক রাতে লাইলাতুল কদর রাত রয়েছে।
আপনারা যারা এতেকাফ কয় প্রকার ও কি কি এই প্রশ্নের উত্তরটি অনুসন্ধান করেছিলেন, তাদের জন্য আমরা আজকের আর্টিকেলটিতে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করলাম, আপনারা আমাদের এখান থেকে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিন।