বর্তমানে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি youtube শব্দটি শুনে নিন বা এর ব্যবহার জানে না এমন মানুষের সংখ্যা হয়তো খুব কম পাওয়া যাবে। youtube হল এক ধরনের সার্চ ইঞ্জিন যেখান থেকে আপনি আপনাদের প্রয়োজনীয় যেকোনো অজানা বিষয়গুলো ভিডিও আকারে দেখতে পারবেন। বর্তমান সময়ে দুটো সার্চ ইঞ্জিন বেশ জনপ্রিয়তা পেয়েছে একটি হলো google আর অন্যটি হলো youtube। আর youtube হল গুগলের আরেকটি সার্ভিস সেন্টার। আর এই ইউটিউব কে নিয়ে আমাদের অনেক সময় অনেক ধরনের প্রশ্ন মনে জেগে থাকে। আর তার মধ্যে অন্যতম হলো youtube কে আবিষ্কার করেন। এই প্রশ্নটি উত্তর জেনে নিতে আমরা অনেকেই গুগল সহ ইন্টারনেটের নানান জায়গায় অনুসন্ধান করছি। তাই আপনাদের সুবিধার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত লিখে থাকি। আর এ ধরনের প্রশ্নের উত্তর গুলো জানার জন্য আপনাদেরকে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ আর এই যুগে আমাদের যে কোন তথ্য অজানা থাকলে আমরা খুব সহজেই ইন্টারনেটর মাধ্যমে জেনে নিতে পারি। আর এই তথ্যগুলো জানার জন্য প্রধান ও অন্যতম একটি মাধ্যম হলো youtube। আর YouTube হলো মূলত এমন একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরেনের ভিডিও আপলোড করে শেয়ার করা যায়। আপনি নিজেও ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও বানিয়ে এই ওয়েব সাইটে আপলোড করে মানুষের সাথে শেয়ার করতে পারবেন। তাছাড়া আপনি আপনার যে কোন অজানা তথ্য জানার জন্য YouTube এ সার্চ করে ভিডিও দেখে বিস্তারিত ভাবে সেই তথ্যগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন। বর্তমানে খুব কম সময়ে দ্রুত জনপ্রিয়ের শীর্ষে YouTube। যত দিন যাচ্ছে এর জনপ্রিয়তা তত বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান সময়ে সকল তথ্য জানার জন্য মানুষ সর্বোপরি ইন্টারনেট কে আগে টার্গেট করছে। আর তাই আধুনিক এই সময়ে YouTube এর ব্যবহার আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা আপনাদের কে উপরোক্ত আলোচনার মাধ্যমে YouTube সম্পর্কে অনেক অজানা তথ্য জানিয়ে দিলাম। এখন আমরা জানিয়ে দেবো YouTube কে আবিষ্কার করেছিলেন। YouTube আবিষ্কার করার ক্ষেত্রে কোন এক নির্দিষ্ট ব্যক্তি সফলতা পাননি। YouTube আবিস্কার করেন তিন জন বন্ধু মিলে। ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারী তারিখে তিন জন বন্ধু স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাভেদ করিম দ্বারা ওয়েবসাইট রেজিষ্ট্রেশন করা হয়েছিলো।
ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করার পর তাদের আর পিছে তাকাতে হয়নি খুব অল্প সময়ে এটা জনপ্রিয়তা পায়। এবং পরবর্তীতে তাদের YouTube এর আবিষ্কারক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।