প্রিয় পাঠক ও পাঠিকা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের পোস্টটি সাজানো হয়েছে ূ দিয়ে বিভিন্ন শব্দ গঠনের মাধ্যমে। এই পোস্টের মাধ্যমে আপনি খুব সহজেই ূ দিয়ে গঠিত শব্দ সম্পর্কে জানতে পারবেন। তাই আপনি যদি ূ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানতে চান, তাহলে আপনি এই পোস্টটি ভালোভাবে দেখতে পারেন। যাতে করে খুব সহজেই আর কম সময়ে ূ কার ব্যবহার করে বিভিন্ন শব্দ গঠন করতে পারেন।
বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে কার বলা হয়। বাংলা ভাষায় কার সংখ্যা ১০ টি। ব্যঞ্জনবর্ণের সক্ষিপ্তরুপকে ফলা বলা হয়। ফলার সংখ্যা ৬টি। দশটি কারের মধ্যে ূ কার একটি অন্যতম কার। বাংলা বর্ণমালায় প্রচুর শব্দ লিখা হয় ূ কার ব্যবহার করে। ঊ এর সংক্ষিপ্ত রুপকে ূ কার বলে।
বাংলা বর্ণমালায় বিভিন্ন শব্দ লিখতে ূ কার ব্যবহার কার হয়ে থাকে। তাই বাংলা বর্ণমালা সম্পর্কে বিশদভাবে জানতে হলে অবশ্যই ূ কার সম্পর্কে জানতে হবে। তাই সেই কথা বিবেচনা করেই আজকের পোস্টটি সাজানো হয়েছে। এখান থেকে আপনি খুব সহজেই ূ কার সম্পর্কে ধারণা নিতে পারবেন।
ূ কার দিয়ে গঠিত শব্দ
ভূত
কূল
নূর
পূজা
কূট
মূল
ভূমি
রূঢ়ি
যোগরূঢ়ি
যোগরূঢ়
তূষ
দূর
ধূপ
পূর্ব
পূর্ণিমা
পূর্ণ
পূর্বাভাস
পূর্ণতা
ময়ূর
রূপক
ভূষণ
নূপুর
ধূসর
সূচক
দূষণ
মুমূর্ষু
অদূর
সূচনা
সূত্র
এই সব শব্দগুলো লিখতে হলে অবশ্যই ূ কার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কেননা বাংলা ভাষায় বহু শব্দ লেখা হয় ূ কার ব্যবহার করে। বলা যায় ূ কার বাংলা বর্ণমালার অন্যতম সম্পদ। ূ কারকে বাদ দিয়ে বাংলা বর্ণমালার পূর্ণতা পাবে না৷ আর তাই বাংলা ভাষা ভালোভাবে পড়তে এবং লিখতে হলে অবশ্যই ূ কারের ব্যবহার করতে হবে। আর সঠিকভাবে ূ কারের ব্যবহার জানতে হলে আমাদের পোস্টটি দেখতে পারেন৷ কেননা এই পোস্টে দেওয়া উদাহরণগুলোর মাধ্যমে আপনি ূ কার ব্যবহার করে বিভিন্ন শব্দ গঠন শিখতে পারবেন।
মূলত যেকোন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা বাড়াতে হলে পর্যাপ্ত পরিমানে অনুশীলন করা দরকার। অনুশীলন ই প্রত্যেকটা মানুষকে পারফেক্ট রুপে গড়ে তুলতে পারে৷ তাই যেকোন বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই অনুশীলন করা দরকার।
এই উদাহরণগুলোর সাহায্যে যে কেউ চাইলে ূ কার দিয়ে গঠিত শব্দ সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। ূ কার দিয়ে গঠিত শব্দসমূহ সম্পর্কে জানতে হলে একটু বেশি পড়াশুনা করা দরকার। আর অনুশীলনের মাধ্যমে ূ কার দ্বারা গঠিত সম্পর্কে আরো ভালোভাবে জানা সম্ভব হবে। তাই বেশি বেশি অনুশীলন করাটা দরকার।
যেকোন বিষয় অনুশীলন করলেই সে সম্পর্কে ভালোমতো জ্ঞান অর্জন করা সম্ভব।বলা হয়ে থাকে অনুশীলন মানুষকে পরিপূর্ণ করে থাকে। তাই যেকোন জিনিস আয়ত্ত্বে আনতে হলে চাই অনেক বেশি অনুশীলন করা। এজন্য এসকল যুক্তবর্ণগুলো অনুশীলন করে আপনি হয়ে উঠতে পারেন এক্সপার্ট। আর ূ কার সম্পর্কে নিজের জ্ঞানকেও বৃদ্ধি করতে পারেন।
তাই আর দেরি না করে আপনি ঝটপট আজকের পোস্টটিতে দেওয়া উদাহরণগুলি পড়ে ফেলুন। আর প্রতিদিন এভাবে অনুশীলন করতে করতে আপনি একসময় এই বিষয়ে দক্ষ হয়ে পড়বেন। তাহলে শুরু করে দেন আজকে থেকেই অনুশীলন। অনেককে দেখা যায় যে ূকারের মাধ্যমে গঠিত শব্দসমূহ ঠিকমতো পড়তে পারেন না। ূ কার দিয়ে গঠিত শব্দে তাদের দূর্বলতা রয়েছে। সেসব দূর্বলতা কাটিয়ে উঠতে আপনি প্রতিদিন একটু একটু করে অনুশীলন করতে পারেন।
আশা করি এই পোস্টের মাধ্যমে আপনারা উপকৃত হবেন আর এই উদাহরণগুলি অনুশীলন করার মাধ্যমে আপনি ূ কার সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন।