বাংলা ভাষার ক্ষুদ্রতম একটি অংশ হল ধ্বনি। বাংলা ভাষার সূক্ষভাবে উচ্চারিত করার জন্য ধ্বনির বিশেষ প্রয়োজন।ধ্বনি তৈরি হয় বাগযন্ত্রের সাহায্যে। ধ্বনি তৈরিতে সব বাক্ প্রত্যঙ্গ সহায়তা করে। ধ্বনি কত প্রকার এই বিষয়টি জানার জন্য আপনারা গুগলে বারবার সার্চ করছেন তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ধ্বনি কত প্রকার।
ধ্বনি কত প্রকার এই বিষয়টি জানার আগে অবশ্যই জানতে হবে ধ্বনি কি মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের জন্য যেসব অর্থ যুক্ত শব্দ বাগ যন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয় সেইসব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি বলা হয়।
বাংলা ব্যাকরণ অনুসারে ধ্বনিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়।
১. স্বরধ্বনি ও
২. ব্যঞ্জনধ্বনি।
আমরা আমাদের আজকের এই আটিকেলটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম ধ্বনি কত প্রকার। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে আপনাদের এই কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিন।