বর্তমান সময়ের অন্যতম দরকারি একটি ইলেকট্রিক যন্ত্রের নাম হলো কম্পিউটার। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও গণনাকারী যন্ত্র হিসেবে কম্পিউটারের প্রবল প্রভাব। আপনারা অনেকেই কম্পিউটার এই যন্ত্রটি বিষয়ে বেশ আগ্রহী।
তাই ইন্টারনেট সহ অনেকেই অনেক জায়গায় অনুসন্ধান করছেন কম্পিউটার কাকে বলে কত প্রকার ও কি কি, আমাদের আজকের এই আর্টিকেলটিতে আমরা এই কম্পিউটার বিষয়ে বিস্তারিত আলোচনা করব, আর এই বিষয়ে সঠিক তথ্যটি জানতে হলে আপনাকে ঠিক জায়গাটি নির্বাচন করতে হবে। তাই আমাদের আজকের এই আর্টিকেলটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন আর জেনে নিন আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি।
ধীরে ধীরে গোটা পৃথিবী আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। আর তার জন্য বিজ্ঞানীদের কিছু আধুনিক যন্ত্রের জন্য পৃথিবীর বেশ পরিবর্তন তার মধ্যে কম্পিউটার অন্যতম।বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার শিক্ষা এবং ডিজিটাল দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য কম্পিউটার কি এবং কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা অত্যন্ত আবশ্যক। কেননা বর্তমানে প্রতিটি কাজে কম্পিউটারের ব্যবহার শুরু। আপনি যেখানেই যান এই যন্ত্রটির ব্যবহার সব ক্ষেত্রেই। কম্পিউটার ছাড়া কোন প্রতিষ্ঠানে এখন অচল প্রায়
কম্পিউটারের মূল অর্থ হিসাবে বিজ্ঞানীরা নাম দিয়েছে গণক যন্ত্র বা গণনার যন্ত্র। কিন্তু প্রায় প্রতিটি কাজের ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার অপরিহার্য। এক কথায় বলা যায় যে, একটি ইলেকট্রিক যন্ত্র দিয়ে বিভিন্ন তথ্য প্রক্রিয়া করে ও আনুষাঙ্গিক কাজ করে তাকে সাধারণত কম্পিউটার বলে।কম্পিউটারের সাহায্যে গননা থেকে শুরু করে অডিও, ভিডিও, এমনকি কোডিং এর মতো গভীর কাজ করতে পারি।মূলত কম্পিউটারকে একের ভিতর সব বলাই ভালো। তথ্য সংগ্রহের নির্ভরযোগ্য মাধ্যম হলো কম্পিউটার। কম্পিউটার দিয়ে গাণিতিক হিসাব যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়; এমনকি যুক্তি এবং সিদ্ধান্তমূলক কাজও করা যায়। অফিস আদালতের গুরুত্বপূর্ণ কাজগুলো এখন কম্পিউটার মাধ্যমে করা হয়।
আপনারা যারা জানতে চেয়েছিলেন কম্পিউটার কত প্রকার ও কি কি তাদের জন্য আমরা বলছি কাজের অনুসারে বা এই যন্ত্রের ধারণক্ষমতা অনুযায়ী কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয়।
১. এনালগ কম্পিউটার ২. ডিজিটাল কম্পিউটার ও ৩. হাইব্রিড কম্পিউটার।
১. এনালগ কম্পিউটার: যে প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত পরিবর্তন ও ডাটা পরিমাপের জন্য ব্যবহার হয় তাকে এনালগ কম্পিউটার বলা হয়। এনালগ কম্পিউটারের ক্ষেত্রে সঠিক ফলাফল ও তথ্য পাওয়া যায় না। এনালগ কম্পিউটার সাধারণত বৈদ্যুতিক তারের মধ্যে থেকে ভোল্টেজ ওঠা নাম মাপার জন্য ব্যবহার হয়। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে ইসিজি করার সময় এই কম্পিউটারে ব্যবহার হয়।
২. ডিজিটাল কম্পিউটার: যেকোনো ধরনের তথ্য বা ইনফরমেশন দিতে সাহায্য করে ডিজিটাল কম্পিউটার। এই কম্পিউটারের মাধ্যমে খুব কম সময়ে যেকোনো ধরনের কাজ খুব সহজে করা যায়। ডিজিটাল কম্পিউটারের গণনা সঠিক ও কম সময় হয়।
৩. হাইব্রিড কম্পিউটার: হাইব্রিড কম্পিউটার মূলত এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বিত রুপ। তাই হাইব্রিড কম্পিউটারকে সংকর কম্পিউটারও বলা হয়। বিশেষ বিশেষ কাজে এই কম্পিউটারটি ব্যবহৃত হয়।
আজকের এই আর্টিকেলটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম কম্পিউটার কাকে বলে কত প্রকার ও কি কি ? তাই এ প্রশ্নের উত্তরটি জানতে হলে আমাদের ওয়েবসাইটে এসে আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিন।