নবম শ্রেণীর গণিত সমাধান ডাউনলোড

নবম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। যারা নবম শ্রেণীর গণিত বইয়ের সমাধান খুঁজছো তাদের জানানো যাচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটে বইটির সব অংকের সমাধান দেওয়া আছে। তোমরা যারা ডাউনলোড করে নিতে চাও তারা নিচের লিংকে যেয়ে এই সমাধান গুলো ডাউনলোড করে নিতে পারবে অন্যান্য কোন চার্জ ছাড়াই।আমাদের এই ওয়েবসাইটে সম্পূর্ণ নির্ভুল ভাবে প্রকাশিত গণিত সমাধান দেওয়া থাকে।

এখানে আমরা যে বইটির সমাধান দিতে যাচ্ছি সেই বইটি বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ভোট কর্তৃক প্রকাশিত নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই। বইটি সহজ পাঠ্য আকর্ষণীয় ও সহজবোধ্য করার জন্য পরিমার্জিত সংস্করণে প্রয়োজনীয় সংযোজন পরিবর্ধন পুনর্ লিখন ও সম্পাদনা করেছেন ড. মোহাম্মদ কায়কোবাদ,ড. মোঃ আব্দুল হাকিম নিউটন, ডক্টর আতিক হাসান রহমান ডক্টর রিফাত শাহরিয়ার ,ড. অমল হালদার, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ।

পূর্ববর্তী সংস্করণ রচনা করেন সালেহ মতিন,ডক্টর অমল হালদার ড. অমূল্য চন্দ্র মন্ডল, শেখ কুতুব উদ্দিন, হামিদা বানু বেগম, এ কে এম শহীদুল্লাহ, মোঃ শাহাজান সিরাজ।

পূর্ববর্তী সংস্করণ সম্পাদন সম্পাদনা করেন ডঃ মুহাম্মদ আব্দুল মতিন ডঃ আব্দুস ছামাদ। এই বইটি প্রথম প্রকাশ হয় অক্টোবর ২০১২ । পরিমার্জিত সংস্করণ প্রকাশ সেপ্টেম্বর 2017 , পুনর মুদ্রণ নভেম্বর ২০২১। প্রচ্ছদ করেন মেহেদী হক। বইটির চিত্রাঙ্কন করেন ডঃ মুহাম্মদ আব্দুল হাকিম নিউটন, ফ্রন্ট প্রণয়ন করেন মোঃ তানবিন ইসলাম সিয়াম। বুক ডিজাইন করেন ড. মোঃ আব্দুল হাকিম নিউটন ও ডক্টর রিফাত শাহরিয়ার। পেজ মেকআপ করেন ডক্টর আতিক হাসান রহমান, অভীক শর্মা চৌধুরী, দিপু দেবনাথ। পরিমার্জিত সংস্করণ সার্বিক সমন্বয় মোঃ জয়নাল আবেদীন।

আমাদের এই নবম শ্রেণীর বইতে মোট ১৭ টা অধ্যায় আছে। প্রথমে বাস্তব সংখ্যা দিয়ে শুরু, এরপর সেট ও ফাংশন, বীজগণিতীয় রাশি, সূচক লগারিদম, একচলক বিশিষ্ট সমীকরণ , রেখা কোণ ত্রিভুজ , ব্যবহারিক জ্যামিতি ,বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত ,দূরত্ব ও উচ্চতা, গাণিতিক অনুপাত ও সমানুপাত, দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, সসীম ধারা, অনুপাত সাদৃশ্যতা ও প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, পরিমিতি এবং পরিসংখ্যান।

প্রথমে আলোচনা করা হয়েছে বাস্তব সংখ্যা । যা আগের শ্রেণীতে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছিল, এখানে এই অধ্যায়ে বিস্তারিতভাবে মূলদ অমূলদ পূর্ণ ভগ্নাংশ ধনাত্মক ঋণাত্মক সাধারণ দশমিক, মৌলিক ও যৌগিক, প্রকৃত অপ্রকৃত, মিশ্র ,সসীম ,সসীম অনাবৃত দশমিক, অসীম আবৃত ইত্যাদি সম্পর্কে খুব বিশদভাবে আলোচনা করা হয়েছে। এরপর সেট ও ফাংশনের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, যা আগের শ্রেণীতে কিছু ধারণা দেওয়া হয়েছিল। এখানে সেট কাকে বলে, সেট কত প্রকার, সেটপ্রকাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

এছাড়াও ভেনচিত্র, উপসেট প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর ইত্যাদি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। সার্বিক সেট কাকে বলে? পুরক সেট কি, সংযোগ সেট কি, নিচ্ছেদ সেট , শক্তি সেট, ইত্যাদি সম্পর্কে বিশদে বলা হয়েছে। এরপরের তৃতীয় অধ্যায় বীজগাণিতীয় রাশি ।বিভিন্ন বর্গের সূত্র ঘন সম্পর্কে সূত্র প্রকাশ করা হয়েছে। এরপরে চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদম এর বিভিন্ন পদ্ধতি ও সূত্র দেওয়া হয়েছে। মূলত এই অধ্যায় শেষে, সূচক ব্যাখ্যা করতে পারা সূচকের নিয়মাবলী বর্ণনা করতে পারা, এছাড়াও মূলদ সূচক ব্যাখ্যা করতে পারা লগারিদম ব্যাখ্যা করতে পারা লগারিদম এর সূত্রাবলী প্রমাণ এবং প্রয়োগ করতে পারা,সংখ্যার বৈজ্ঞানিক রূপ ব্যাখ্যা করতে পারা, ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ও স্বাভাবিক লগারিদম নির্ণয় করতে পারবে।

সূচকের পর ষষ্ঠ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত জ্যামিতি সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দেওয়া হয়েছে। এই জ্যামিতির মধ্যে আছে স্থান তল রেখা ও বিন্দুর ধারণা। ইউক্লিডের সাতটি স্বীকার্য ,সমতল জ্যামিতি এবং স্বীকার্যগুলির প্রমাণও দেওয়া আছে। এর পরবর্তী অধ্যায়গুলোতে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার উত্থাপন করা হয়েছে ও বাস্তব ভিত্তির সমস্যার , সহ সমীকরণ গঠন এবং সমাধান করা হয়েছে। এছাড়া ত্রিকোণমিতি এবং পরিমিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। শেষের অধ্যায়ে বরাবরের মতো পরিসংখ্যানের তথ্য ও উপাত্তর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *