বহুব্রীহি সমাস কত প্রকার

বহুব্রীহি সমাস বাংলা ব্যাকরণে অন্যতম একটি বাক্যাংশ। বহুব্রীহি সমাস সাধারণত সমাসের নাম দ্বারা এর পরিচয় বুঝা য়ায়। তাই আপনারা অনেকেই বহুব্রীহি সমাস কত প্রকার এই প্রশ্নটির উত্তর জানার জন্য গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন। তাই এ প্রশ্নের উত্তরটি জানার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক জায়গাটি নির্বাচন করতে হবে। তবে আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলটিতে বহুব্রীহি সমাস কত প্রকার এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আপনাদের এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি জানতে চান আমাদের আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ অব্দি একটু মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন আপনার প্রশ্নের সঠিক উত্তরটি।

বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে সাধারণত যার, যাতে, যা ব্যবহৃত হয়। আপনাদের বহুব্রীহি সমাস কত প্রকার এ প্রশ্নটি উত্তর জানার আগে জেনে রাখা ভালো বহুব্রীহি সমাস কাকে বলা হয় বহুব্রীহি সমাস সাধারণত যে সমাসের সমস্যা মান পদ গুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝাই তাকে সাধারণত বহুব্রীহি সমাস বলা হয়।

উদাহরণস্বরূপ বলা যায় যে দশ অনন যার=দশানন। এখানে দশ বা অনন পদের অর্থ কোনভাবে বোঝেন নি এখানে লঙ্কার রাজা ও রাবণের দশটি মাথা থাকায় তার নাম দশানন এই অর্থে বোঝানো হয়েছে বহু ব্রীহি সমাস এর মাধ্যমে। বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরো পদে বিশেষ্য ব্যাধি করন হয়ে থাকে।
ব্রীহি কথার অর্থ ধান। অর্থাৎ সহজ ভাবে বললে বহুব্রীহি শব্দের অর্থ হয় যার অনেক ধান আছে বা ধনী ব্যক্তি। অতীতে ধানের দ্বারাই একজন ব্যক্তির ধনসম্পত্তি বিচার করা হত।

আপনারা যারা বহুব্রীহি সমাস কত প্রকার জানতে চাচ্ছিলেন তাদের জন্য বলছি। বহুব্রীহি সমাস কে সাধারণত আট ভাগে বিভক্ত করা হয়েছে।

১.সমানাধিকরণ বহুব্রীহি,
২.ব্যাধিকরণ বহুব্রীহি,
৩.মধ্যপদলোপী বহুব্রীহি
৪.ব্যতিহার বহুব্রীহি
৫.নঞ বহুব্রীহি
৬.প্রত্যয়ান্ত বহুব্রীহি
৭.অলুক বহুব্রীহি
৮.সংখ্যাবাচক বহুব্রীহি।

এই আটটি ভাগে সমাস কে বাংলা ব্যাকরণ অনুযায়ী ভাগ করা হয়। বহুব্রীহি সমাসে পর পদে গন্ধ শব্দ স্থানে গন্ধি অনুসন্ধিত হয়। বহুব্রীহি সমাসে সমস্ত পদে অক্ষি শব্দ থাকলে অক্ষ ও নভি শব্দ লাভ হয়।

আপনারা যারা বহুব্রীহি সমাস কত প্রকার এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের আর্টিকেলটি তে সেই প্রশ্নের উত্তরটি জানিয়ে দেওয়া হলো। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি দেখে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *