প্রত্যেক ভাষায় শব্দ তৈরির নিজস্ব কিছু নিয়মরীতি রয়েছে। আছে নিজস্ব শব্দ সংগঠন। বাংলা ভাষায় শব্দ তৈরি হয় একটি মুক্ত রূপে। বাংলা ভাষা যারাই সচেতন ভাবে ব্যবহার করেন, তাদেরই সর্বাগ্রে প্রয়োজন হয়ে পড়ে বাংলা ব্যবহারের বিদ্যমান সমস্যা সমাধানে একসঙ্গে কাজে লাগতে পারে এমন একটি অভিধান। যাকে বলা হয় প্রথম অভিধান।অভিধান শব্দের আভিধানিক অর্থ শব্দার্থ প্রতিপাদক গ্রন্থ বা শব্দকোষ। অভিধান শব্দটি তৎসম বা সংস্কৃত জাত হলেও আধুনিক সংকলন রীতি ও আদর্শ মোটেই সংস্কৃত প্রভাবিত নয়।
আপনারা অনেকেই বাংলা ভাষায় প্রথম অভিধান প্রকাশিত হয় কত সালে এই প্রশ্নের উত্তরটি জানার জন্য গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন। আপনা দের এ প্রশ্নের উত্তরটি জানতে হলে সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটি নির্বাচন করতে হবে, আমরা আমাদের আজকের এই আর্টিকেলটি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই এ প্রসঙ্গটি সম্পর্কে জানতে হলে আমাদের আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ মনোযোগ সহ কারে আপনাকে পড়তে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলা ভাষায় প্রথম অভিধান প্রকাশিত হয় কত সালে।
একটি শব্দ বাক্যের মধ্যে কত অর্থে প্রযুক্ত হতে পারে, অভিধান থেকে তা জানা যায়। সেখানে শব্দের উৎস ও ব্যুৎপত্তি নির্দেশ পাওয়া যায়। জ্ঞান-বিজ্ঞানের অনুষঙ্গে জড়িত শব্দের সংজ্ঞা অভিধানে লিপিবদ্ধ থাকে।এ ছাড়া রয়েছে বিশেষ বিশেষ উদ্দেশ্যে অথবা বিশেষ কোনো বিষয়কে গুরুত্ব দিয়ে রচিত অভিধান, যেমন, উচ্চারণ অভিধান, ব্যুৎপত্তি অভিধান, অপভাষার অভিধান, বানান অভিধান, ঐতিহাসিক অভিধান, সমাজ বিজ্ঞান অভিধান ইত্যাদি। বাংলা অভিধানের ঐতিহ্য দীর্ঘকালের নয়। আঠারো শতক থেকেই বাংলা অভিধানের যাত্রা শুরু হলেও এ অঞ্চলের মানুষ অভিধান ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন ছিল না।
১৮১৭ সালে বাংলা ভাষায় প্রথম অভিধান প্রণয়ন ও সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা একাডেমি প্রকাশিত প্রথম বাংলা অভিধান হল ড. মুহাম্মদ শহীদুল্লাহ সংকলিত। তার ঠিক শত বছর পর জ্ঞানেন্দ্রমোহন দাস ১৯১৭ সালে প্রায় ৭৫ হাজার শব্দের বাংলা ভাষার অভিধান নামে একটি বই সংকলন করেন। এতে ২০ বছর পর প্রায় এক লাখ ১৫ হাজার শব্দ যোগ করা হয়। ভাষা সমৃদ্ধ করার জন্য নানা সময়ে ৪২টি অভিধান তৈরি করেছে বাংলা একাডেমি তে। প্রতিষ্ঠানের মহাপরিচালক বলেন, বাংলা একাডেমিকেই বাংলা ভাষার অভিধান সমৃদ্ধ করার দায়িত্ব পালন করতে হয়।
বাংলা ভাষার বাংলাদেশের অভিধান প্রণয়নের একমাত্র প্রতিষ্ঠান বলা যেতে পারে। বাংলা একাডেমির এক ভাষিক অভিধান গুলোর মধ্যে সংক্ষিপ্ত, সহজ, ছোটদের, উচ্চারণ, বানান এবং আধুনিক নামের অভিধান গুলো প্রচলিত বাংলা অভিধান গুলো থেকে সংকলিত। বাংলা ভাষার অভিধানের প্রতিটি সংস্করণেই যুক্ত হচ্ছে নতুন নতুন শব্দ। কোনো অভি ধানে শব্দের এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ থাকতে পারে, কোনো অভিধানে কোন শব্দ কীভাবে ব্যবহার হবে সেটির বর্ণনা থাকতে পারে। ১৯৯২ সালে অখণ্ড পূর্ণাঙ্গ সংস্করণে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান নামে অভিধান প্রকাশ করে।
আপনারা যারা বাংলা ভাষায় প্রথম অভিধান প্রকাশিত হয় কত সালে এই প্রশ্নের উত্তরটি জানার জন্য ইন্টারনেটের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন, আমরা এ প্রসঙ্গে আমাদের আজকের এই আর্টিকেলটিতে জানিয়ে দিলাম আপনারা আমাদের ওয়েবসাইটে এসে এই প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিন।