অনেক উন্নত ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। মানব সভ্যতার বিকাশে বিজ্ঞানের যে সব আবিষ্কার অনন্য ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম একটি হলো ইন্টারনেট। আগের তুলনায় বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ ইন্টারনেটের ব্যবহার সংখ্যা বেড়ে চলেছে। বর্তমান সময়ে ইন্টারনেট সভ্য সমাজের মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। ইন্টারনেট ছাড়া জীবন অচল। এর মাধ্যমে মুহূর্তেই বিশ্বের যেকোনো স্থান থেকে তথ্য সংগ্রহ করা যায়।
আপনারা যারা বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমরা আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নের উত্তরটি জানতে হলে সর্বপ্রথম আমাদের ওয়েবসাইট টি আপনাদের সিলেক্ট করতে হবে। এবং শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়তে হবে। চলুন তাহলে দেখে নেয়া যাক বাংলাদেশের ইন্টারনেট চালু হয় কত সালে।
বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করলেও তা পর্যাপ্ত নয়। দেশের সরকারি অফিস আদালত, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সেবা সংস্থা এবং আইন প্রয়োগ কারী সংস্থার সেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সকল প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম শুরু হয়ে যাবে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র পরিণত হবে। যেখানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট সবার ঊর্ধ্বে থাকবে। তবে উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশ এর ইন্টারনেট এর সেবা অনেকটাই ভালো।
১৯৯৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়। তবে তখন এর ব্যবহার ছিল খুবই সীমিত। এবং তা কেবল ই মেইলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ১৯৯৬ সালে ইন্টারনেট সংযোগের প্রসার ঘটতে থাকে। ২০০০ সালের শুরুতে ইন্টারনেটের গ্রাহক ছিল প্রায় ষাট হাজার। বর্তমানে ব্রডব্যান্ড এবং মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি তে পৌঁছে গিয়েছে। সরকার ইন্টারনেটের প্রসারে অনেক কাজ করে যাচ্ছে। এ খাতকে আরো বেগমান করতে প্রতিবছর ইন্টারনেট গতিকে আগের তুলনায় থ্রিজি থেকে ফোরজি ফোরজি থেকে ফাইভ জি এইভাবে পর্যায়ক্রমে নেটওয়ার্ক গুলো বৃদ্ধি করা হচ্ছে।
বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ ইন্টারনেটের ব্যবহারে বেশি আগ্রহী পড়েছেন। তারা ইন্টারনেট থেকে নানান তথ্য ও সেবা পেয়ে এই ইন্টারনেটের প্রতি বেশি আকর্ষিত হয়ে পড়ছে। বিশ্বের উন্নত রাষ্ট্র গুলোর মত বাংলাদেশের মানুষ ইন্টারনেটের ব্যবহার বিস্ময়কর হারে বৃদ্ধি ঘটাচ্ছে। বর্তমান বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের মধ্যে ৬২% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। আর এটাকে আরো অগ্রগতি করার জন্য ২০১৯ সালে বাংলাদেশে ফোরজি সেবা নেটওয়ার্ক পরিষেবা প্রদান শুরু করে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রতিটি কাজের ক্ষেত্রে দিনের শুরু থেকে শেষ অব্দি ইন্টারনেটের ব্যবহার করছে বাংলাদেশের মানুষ। ইন্টারনেটের সেবার মাধ্যমে গোটা পৃথিবী মানুষের কাছে এখন হাতের মুঠোয়। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এক মিনিটেই যে কোন তথ্য মুহূর্তে ছড়িয়ে পড়ছে ইন্টারনেটের মাধ্যমে।
আপনারা যারা বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে এই প্রশ্নের উত্তরটি জানার জন্য গুগল সহ নানান জায়গায় বারবার সার্চ করছেন আমরা আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা এখানে ওখানে না খুজে আমাদের ওয়েবসাইটে এসে আপনাদের প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিন।