ব্যারিস্টার সুমন মোবাইল নাম্বার | ব্যারিস্টার সুমন এর ফোন নাম্বার

প্রিয় বন্ধুরা আজ আপনারা আমাদের ওয়েবসাইট থেকে একজন মহান মানুষের সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন। যে মানুষটি অনেক ত্যাগ স্বীকার করে মানুষের সেবা করে চলেছেন সেই মানুষটার ব্যক্তিগত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও আমরা সেই মানুষটার সাথে যোগাযোগ করার পদ্ধতি গুলো আপনাদের সাথে আলোচনা করব।

আমাদের আজকের পোস্টে আমরা আলোচনা করব ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে আপনারা সাধারণত ব্যারিস্টার সুমন নামেই চেনেন। ব্যাচটা সুমন বাংলাদেশে অনেক পরিচিত একটি নাম। যেখানে মানুষের বিপদ সেখানেই ছুটে যান ব্যারিস্টার সুমন। মানুষের দুঃখ কষ্ট দেখে ব্যারিস্টার সুমন নিজেকে কখনোই গুটিয়ে রাখতে পারেন না। একজন মানুষ সমস্যায় পড়লে কিভাবে সেই সমস্যা সমাধান করা যায় সে নিয়েই সর্বক্ষণ ভাবতে থাকেন তিনি। এছাড়াও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যান ব্যারিস্টার সুমন।

ব্যারিস্টার সুমন এর সাথে যোগাযোগ

আপনারা অনেকেই জানতে চেয়েছেন ব্যারিস্টার সুমন ব্যক্তিগত জীবনে কেমন। আপনার অনেকেই হয়তো ব্যারিস্টার সুমনের সান্নিধ্যে আসার সৌভাগ্য লাভ করেছেন। ব্যারিস্টার সুমন অত্যন্ত সাদাসিধে একজন মানুষ। ব্যক্তিগত জীবনে তিনি অনেক সহজ সরল । বাংলাদেশের এত বড় একজন আইনজীবী হওয়ার পরেও ব্যারিস্টার সুমন এর মধ্যে কোন অহংকার নেই। সব শ্রেণীর মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারেন তিনি। এজন্যই দেশের প্রতিটি মানুষ ব্যারিস্টার সুমনকে খুব আপন করে নিয়েছে।

ব্যারিস্টার সুমন রাজনীতির সাথে যুক্ত থাকলেও কখনো তিনি পদের লোভ করেননি। ব্যারিস্টার সুমন একটা কথাই বলেছেন যে যারা পদের লোভ করে তারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই রাজনীতি করে। যদি মানুষকে সেবা করার ইচ্ছা থাকে তাহলে পদে না থেকেও সেবা করা সম্ভব। এজন্যই ব্যারিস্টার সুমন নিজের অর্থ খরচ করে মানুষের সেবা করে চলেছেন।

আপনারা জানেন কিছুদিন আগে সিলেটে অনেক ভয়াবহ একটি বন্যা এসেছিল যেখানে বিপুল মানুষ ভীষণ ক্ষয়ক্ষতির শিকার হয়। এই বন্যায় বাংলাদেশের অনেক মানুষ সাহায্য করেছিল। ব্যারিস্টার সুমন নিজেও তার ব্যক্তিগত অর্থ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করেছিল তার পাশাপাশি তিনি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন বন্যায় ক্ষয়ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য।

ব্যারিস্টার সুমন একজন অনেক বড় দেশ প্রেমিক। তিনি দেশকে অনেক ভালোবাসেন এবং কখনোই কারো মুখে দেশের বদনাম শুনতে পারেন না। আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে ব্যারিস্টার সুমন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। তারই প্রচেষ্টায় বাংলাদেশ আইনজীবী ফুটবল দল আইনজীবী ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে।

ব্যারিস্টার সুমনের একটি ফুটবল ক্লাব রয়েছে যেখানে তিনি কুষ্টি ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফুটবলারদের নানান সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে থাকেন তিনি। বাংলাদেশের এমন কোন ফুটবল ক্লাব নেই যারা এত যত্ন সহকারে ফুটবলারদের পরিচর্যা করে। ব্যারিস্টার সুমনের বিশ্বাস একদিন বাংলাদেশও ফুটবলে অনেক উন্নতি করবে এবং সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে।

আপনারা চাইলে ব্যারিস্টার সুমনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ব্যারিস্টার সুমন বেশিরভাগ সময়েই তার নিজ এলাকায় হবিগঞ্জের চুনারুঘাটে যাতায়াত করে থাকেন। আপনারা চাইলে হবিগঞ্জের চুনারুঘাটে গিয়ে সরাসরি ব্যারিস্টার সুমনের সাথে দেখা করতে পারবেন অথবা ঢাকায় ব্যারিস্টার সুমনের বাড়িতে গিয়েও দেখা করা যাবে। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ব্যারিস্টার সুমন এর মোবাইল নাম্বার আপনাদের সাথে শেয়ার করব।

41 thoughts on “ব্যারিস্টার সুমন মোবাইল নাম্বার | ব্যারিস্টার সুমন এর ফোন নাম্বার

    1. বেরিষ্টার সুমন স্যারের ফোন নাম্বার টা দিন

      1. সার আমি একটা সরল ছেলে আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনাকে আমি একবার সরাসরি দেখতে চাই ভাই

        1. বেরিস্টার সুমন স্যারের নাম্বার টা কি পাবো

      2. আমি একটা মহা বিপদে আছি, তাই ফোন নম্বর খুব জরুরী,

        1. সুমন স্যার আপনাকে আমার খুব বেশি দরকার,,শুনছি আপনে মানুষের বিপদে সবসময় পাশে থাকেন প্লিজ ভাইয়া আমায় হেল্প জরেন

        2. Sir amar akta bon bas eccident korece khub gurutoro obosta dhaka akta privet hospital a ICU te ace. o bacbe ki na tao jana nei dr bolece akta operation lagbe jar mullo 7 lakh taka apni jodi aktu sohojogita korten bonta hoyto beche jeto, sottota jacai korte chaile proman dite parbo aktu muk tule chan amar bontar dike ai onurod tuku roilo 🙏🙏

    2. আমি মোঃ মাহাবুব আলম
      আমার একটু ব্যারিস্টার সুমন ভাইয়ের ফোন নাম্বার টা
      দরকার ছিল যদি কোনো ভাবে সংগহ করা যোতে

      1. আমি কিভাবে সুমন স্যারের সাথে যোগাযোগ করতে পারি প্লিজ দয়া করে জানাবেন

    3. ব্যারিষ্টার সুমন সাহেবের ফোন নম্বর দরকার।

      1. স্যার আমি বিপদে পড়েছি দয়া করে আপনার নাম্বার টা দেন

    4. আমি মোঃ আল আমিন হাসান
      আমার একটু ব্যারিস্টার সুমন ভাইয়ের ফোন নাম্বার টা
      দরকার ছিল যদি কোনো ভাবে সংগহ করা যেতো🙏🙏🙏🙏🙏

    5. স্যার আমার নাম মিজানুর রহমান। আমির জেলা নেএকোনা, বর্তমানে আমি ঢাকা মিরপুর তাকি। মিরপুর রুপনগর government কলেজে 1st year এ পড়াশোনা করছি। স্যার আমি ছোট বেলা থেকে খুব ভালো ফুটবল খেলি, আমার সপ্ন ছিলো একদিন অনেক বড় ফুটবলার হবো।এবং আমি সেই পথেই এগোচ্ছিলাম।কিন্তু ২০১৯ সালের শেষের দিকে মহামারী করোনা ভাইরাস চলে আসে।তারপর থেকে আর প্রেকটিস করতে পারি নাই। কিন্তু আমার বিশ্বাস আমি ভালো গাইডলাইন ফেলে আমি অনেক দুর পর্যন্ত যেতে পারবো। স্যার আমি আপনার ক্লাবে খেলতে চাই।প্লিজ স্যার প্লিজ 🙏 আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই।প্লিজ স্যার🙏

    6. আমাকে দয়া করে ব্যারিস্টার সুমন স্যারের মোবাইল নম্বরটা দিবেন প্লিজ।

    7. আমি বেরিস্টার সুমন স্যার কে অনুরোধ করলাম স্যার দয়া করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দেয়া যায়।কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই।

    8. Sir amar akta bon bas eccident korece khub gurutoro obosta dhaka akta privet hospital a ICU te ace. o bacbe ki na tao jana nei dr bolece akta operation lagbe jar mullo 7 lakh taka apni jodi aktu sohojogita korten bonta hoyto beche jeto, sottota jacai korte chaile proman dite parbo aktu muk tule chan amar bontar dike ai onurod tuku roilo 🙏🙏

    9. সুৃৃমন ভাইয়ের নাম্বার প্রয়োজন ছিল,

    10. ভাই আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আমি খুব বিপদে আছি৷ এক মাত্র সুমন ভাই পারবে আমাকে বাঁচাতে৷

    11. ভাই ব্যারিস্টার সুমনের ফোন নাম্বারটা একটু দেন প্লিজ

    12. সুমন ভাইয়ার নাম্বারটা দিন দয়া করে!

    13. প্লীজ সুমন ভাই এর ফোন নাম্বার টা দেন খুব বিপদে পড়ে চাচ্ছি।

  1. ব্যারিষ্টার সুমন স্যারের ফোন নাম্বারটা অতি প্রয়োজন।

    1. বেরিস্টার সুমন স্যারের নাম্বার টা কি পাবো

  2. January 26, 2023 at 8:41 am
    আমি মোঃ মাহাবুব আলম
    আমার একটু ব্যারিস্টার সুমন ভাইয়ের ফোন নাম্বার টা
    দরকার ছিল যদি কোনো ভাবে সংগহ করা যেতো

  3. January 26, 2023 at 8:45 am
    আমি মোঃ ইসাহাক আলী
    আমার একটু ব্যারিস্টার সুমন ভাইয়ের ফোন নাম্বার টা
    দরকার ছিল যদি কোনো ভাবে সংগহ করা যেতো

  4. সুমন সাহেবের সংঙ্গে যোগাযোগ করতে চাই।ব্যাংকের দূর্নীতির ব্যাপারে কথা বলবো।কিভাবে যোগাযোগ করবো?

  5. শ্রদ্ধেয় সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাই।

  6. আসসালামু আলাইকুম আমি মোঃ আলমগীর হোসাইন
    আমি সুমন স্যার সাথে কিছু কথা বলতে চাই যদি কেউ পারেন উনার মোবাইল নাম্বার টা দিয়েন প্লিজ অনেক সমস্যা আছি যদি আপনারা কেউ পারেন

  7. আসসালামু আলাইকুম স্যার আমি মোঃ আলমগীর হোসাইন আমি সুমন স্যার সাথে কিছু কথা বলতে চাই প্লিজ যদি কেউ পারেন উনার মোবাইল নাম্বার টা দিতে আমাকে প্লিজ আমি অনেক সমস্যা আছি

  8. এখন কোথায় গেলে পাব প্রিয় সুমন স্যারকে

  9. মোঃ সেলিম রেজা। আসসালামু আলাইকুম স্যার আপনার সঙ্গে কিছু কথা বলতেচাই কিন্তু কিভাবে জোগাজোগ করব বুঝতে পারছি না।দয়া করে জদি কেউ আমাকে সাহায্য করতেপারেন । তার কাছে আমি চিরকৃতগ্য হয়ে থাকব।

  10. সুমন স্যার আপনাকে আমার খুব বেশি দরকার,,শুনছি আপনে মানুষের বিপদে সবসময় পাশে থাকেন প্লিজ ভাইয়া আমায় হেল্প জরেন

  11. ব্যারিস্টার সুমনের ফোন নাম্বারটি প্রয়োজন

  12. স্যার আমি এক জন অসহায় মানুষ। স্যার আমি একটা বিপদে পরে আছি। স্যার আপনার সাথে আমার একটু দেখা করা দরকার। স্যার ঢাকায় আপনার সাথে কি ভাবে দেখা করতে পারো যদি একটু ঠিকানা বা নাম্বার টা দিতেন ভালো হতো

  13. ব্যারিস্টার সুমনের মোবাইল নাম্বারটা একটু প্রয়োজন।

  14. দয়া করে আমাকে যদি আপনি সুযোগ করে দেন 🙏😭😭😭 আমার স্বপ্ন পূরণ হবে স্যার প্লিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *