এই প্রশ্নটি বাংলা ভাষায় প্রকাশিত একটি প্রশ্ন। আমরা জানি এটি আপনার কাঙ্খিত প্রশ্ন এবং আপনি এই প্রশ্নের সঠিক উত্তর অনুসন্ধান করছেন । আশা করি উত্তরের জন্যে আপনি ঠিক জায়গায়ই এসেছেন, আপনাকে আমরা জানিয়ে দেবো, বাংলার ভেনিস বলা হয় কাকে, কবি কাজী নজরুল ইসলাম বরিশালকে প্রাচ্যের ভেনিস উপাধি দিয়েছিলেন। তাই বহু আগ থেকেই বরিশাল শহরকে বাংলার ভেনিস বলা হয়।
এটা আসলে কবির জাতীয়তাবাদী চেতনা থেকেই এই উপাধি দিয়েছিলেন বরিশাল শহরকে।। নদী ও খাল ভেনিসকে রোমান্টিক ও আকর্ষনীয় শহরে পরিণত করেছিল। বরিশালের প্রচূর নদী ও খাল ছিলেন। সেই আঙ্গিকে বা সেই তুলনায় অনুযায়ী কবি এ শহরকে বাংলার ভেনিস নামটি দিয়েছিল।
আপনারা যারা বাংলার ভেনিস কি বা কোন শহরকে বাংলার ভেনিস বলা হয়? এই প্রশ্নটির সঠিক উত্তরটি জানতে চাচ্ছেন আমাদের এখানে আপনি আপনার সঠিক উত্তরটি পেয়ে যাবেন।