বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন

আজকের পোস্টটি সাজানো হয়েছে বিভিন্ন বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন করার নিয়ম নিয়ে। আপনি যদি বাক্য গঠন করার বিভিন্ন নিয়ম এবং উদাহরণ খুঁজে থাকেন, তবে আপনি আজকের পোস্টটা ফলো করতে পারেন। আপনি এখান থেকে খুব সহজে বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন করা শিখতে পারবেন আর সেই সাথে উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার ভাবে বিষয়টি বুঝতে পারবেন। তাই আর দেরি না করে বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন করার জন্য আপনি এই পোস্টটি পড়তে পারেন এবং এই পোস্টের মাধ্যমে উপকৃত হবেন বলে আশা করছি।

শব্দ দ্বারা বাক্য গঠন করতে হলে আমাদের প্রথমে জানতে হবে বাক্য বলতে কি বুঝায়। কতগুলো শব্দ সুশৃংখলভাবে পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে। একটি বাক্য হতে গেলে কতগুলো শব্দ বা পদ হলেই হবে না। সেই পদগুলোকে পাশাপাশি বসতে হবে। আবার সেগুলো যেন -তেন ভাবে বসালে বাক্য হয়ে যায় না। সেগুলোকে সুশৃংখলভাবে বক্তার মনোভাব সম্পূর্ণরুপে প্রকাশ করতে হবে। অবিন্যস্ত ভাবে কোন পদ সমষ্টি বা শব্দসমষ্টির দ্বারা কখনোই বাক্য গঠন করা সম্ভব হয় না। তাই বাক্য গঠন করতে দরকার সুবিন্যস্ত পদ সমষ্টি এবং তার মাধ্যমে অবশ্যই কোন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে।

আবার বাক্য গঠন করতে হলে বাক্যের তিনটি গুণ থাকা দরকার। সেগুলো হল আকাঙ্ক্ষা, আসত্তি আর যোগ্যতা। এই তিনটি গুন থাকলে কেবলমাত্র বাক্য গঠন করা সম্ভব। এই তিনটি গুণের একটিও যদি অনুপস্থিত থাকে, তবে পরিপূর্ণ বাক্য গঠন করা সম্ভব হবে না। আর তা বাক্য বলেও গণ্য হবে না। তাই যেকোন বাক্য গঠন করতে হলে এই তিনটি গুণ থাকা বিদ্যমান থাকা দরকার।

শব্দ দিয়ে বাক্য গঠনের উদাহরণ

সুখ – এমন সুখের মরণ কে মরতে পারে।
দক্ষ – রাহাত একজন দক্ষ ইন্জিনিয়ার।
কর্তব্য – বাবা- মায়ের সেবা করা সকলেই কর্তব্য।
প্রচুর – সিয়াম অনলাইনে কাজ করে প্রচুর ইনকাম করছে।
ছাত্র-ছাত্রী – নিয়োমিত পড়াশোনা করা প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর কর্তব্য।
সুন্দর – মানুষ মাত্রই সুন্দর।
দূষণ – মানুষের অসচেতন কর্মকান্ডের ফলে পরিবেশ দূষণ বাড়ছে।
জ্ঞানী – মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু থাকা ভালো।
স্বভাব – সুন্দর স্বভাবের মানুষকে সবাই পছন্দ করে।
আচরণ – মানুষের সৌন্দর্যের প্রকাশ পায় তার আচরণের মাধ্যমে।
টাকা – টাকার দ্বারা সব সুখ কেনা যায় না।
ভালোবাসা – সকলের উচিত তার দেশকে ভালোবাসা।
কষ্ট – কষ্টের পরেই আসে সুখ।
সম্বল – একমাত্র ছেলেটিই রহিমার শেষ সম্বল।
সফলতা – কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব।

এই উদাহরণগুলোর মতো করেই শব্দ দিয়ে বাক্য গঠন করতে হয়। শব্দ দিয়ে বাক্য গঠন করতে হলে তাই এই সব বিষয়গুলো মাথায় রেখে শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। কারণ উপরের আলোচনার কোন একটি শর্ত যদি মানা না হয়, তাহলে পরিপূর্ণ বাক্য গঠন করা সম্ভব হবে না।

আপনি আপনার বাংলা ভাষা লিখা এবং বলার দক্ষতাকে আরো বাড়িয়ে তোলার জন্য শুদ্ধভাবে বাক্য গঠন করতে হবে। আর শুদ্ধভাবে বাক্য করার জন্য আজকে পোস্টটি আপনাকে অনেকটা সাহায্য করতে পারে। এই পোস্টটি মূলত শব্দ দিয়ে বাক্য গঠন করার জন্য যেসকল নিয়ম দরকার সেসকল নিয়ম দিয়ে সাজানো হয়েছে। তাই আপনার বাক্য গঠনের দক্ষতাকে বাড়াতে আপনি আজকের পোস্টটি ভালো ভাবে পড়তে পারেন৷ আর বাক্য গঠনের বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন।

তাই আর দেরি না করে শব্দ দিয়ে বাক্য গঠন করতে আমাদের পোস্টটি পড়ুর আর নিজের দক্ষতা বাড়িয়ে তুলুন। আশা করি আপনার বাক্য গঠনের দক্ষতা বাড়াতে আজকের পোস্টটি অনেক সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *