বাংলা একাডেমি হল ভাষা সংক্রান্ত বাংলাদেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতিকে কেন্দ্র করে যে বাঙালি জাতীয়তা বোধের নবতর উন্মেষ ঘটেছিল, তারই প্রেরণায় এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। তবে এই জাতীয় প্রতিষ্ঠান গড়ার ভাবনার সূত্রপাত হয়েছিল এর আগেও অনেকবার। বাংলা ভাষা চর্চা এবং গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলার বিশেষ প্রয়োজন ছিল। যা বাংলা একাডেমিক প্রতিষ্ঠা করার পর সেই চাহিদাটা পূরণ হয়েছিল বাংলা সাহিত্যের গবেষকদের।
বাংলা ভাষাকে সংরক্ষিত করার জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠিত করা হয়, আপনারা অনেকেই একটি প্রশ্নের উত্তর জানার জন্য গুগলে বারবার সার্চ করছেন সেটা হল বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে, এ প্রশ্নের উত্তরটি জানতে হলে সর্বপ্রথম আপনাকে সঠিক জায়গাটি নির্বাচন করতে হবে তাই আমাদের আজকের এই আর্টিকেলটিতে আপনাদের এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছেন আমাদের আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ সহকারে পড়ুন। আর দেখে নিন আপনার প্রশ্নের সঠিক উত্তরটি চলুন তাহলে দেখে নেয়া যাক বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে।
১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর,১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্য চর্চার, গবেষণা ও প্রচারের লক্ষ্যে বাংলাদেশ এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশবাসীর দৃষ্টিতে বাংলা একাডেমি একটি মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়ে আসছে। বাংলা ভাষা আর বিশ্বের নানা ভাষা-সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রসিদ্ধ কেন্দ্র গুলোর অন্যতম প্রতিষ্ঠান রূপেও এটি পরিগণিত হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলা একাডেমি সম্পর্কে বলা হয়েছে বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান এটি। ১৯৫৬ সালের পহেলা ডিসেম্বর ডঃ মুহাম্মদ এনামুল হক বাংলা একাডেমির প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বাংলা একাডেমীর কাজ শুরু হয় চারটি বিভাগ নিয়ে গবেষণা বিভাগ ,অনুবাদ বিভাগ, সংকলন বিভাগ ও প্রকাশনা বিভাগ। গবেষণা বিভাগের প্রতিষ্ঠা শুরু হয় ১৯৫৮ সালের জানুয়ারি মাসে। বাংলা একাডেমি বাংলাদেশ সরকারের সংস্কৃত মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান। বর্তমানে একাডেমির কার্যনির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে একজন মহাপরিচালক। জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠা। যে চিন্তা বা আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা একাডেমি তা যথেষ্ট অর্জিত হয়েছে। বাংলাতে গ্রন্থ রচনা করার পরও বাংলা ভাষার এই জাতীয় তথাকথিত দুর্বলতা নিয়ে হীন মন্যতায় ভুগতেন। এই কারণে বাংলা একাডেমিটি প্রতিষ্ঠিত হয়।
বাংলা একাডেমি পত্রিকা প্রকাশ করা শুরু করে।প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পর, বাংলা একাডেমিকে ফ্রান্সের ফ্রেঞ্চ একাডেমির আদর্শে কর্ম কাঠামো পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই সূত্রে বাংলা একাডেমির কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় বাংলা ভাষা গবেষণা, বিদেশী ভাষায় রচিত গ্রন্থাদির অনুবাদ বাংলা ভাষা সাহিত্যের সংকলন ইত্যাদি প্রকাশের ব্যবস্থা রাখা হয়। এছাড়াও বাংলা একাডেমির নিজস্ব গ্রন্থাগার তৈরি করার পদক্ষেপ গ্রহণ করা হয়।
আপনারা যারা বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে এই বিষয়ে জানতে চাচ্ছিলেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই প্রসঙ্গে আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হলো, আপনাদের এ প্রশ্নের উত্তরটি জানতে হলে আমাদের ওয়েবসাইটে এসে জেনে নিন।