অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ জনিত সমস্যা। কিন্তু আমরা শিশুর জন্মের পর মা বাবা এই রোগটি বুঝতে পারেনা এমনকি ডাক্তার ও এই শিশুটির মধ্যকার রোগটি ধরতে পারে না। শিশুটি যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন এই রোগ টির উপসর্গ শিশুটির মাঝে লক্ষ্য করা যায়। আর সেখান থেকে অটিজম রোগটি নির্ণয় করা সম্ভব হয়। এই রোগটি হলে শিশুটির সামাজিক আচরণের মধ্যে বিরূপ প্রভাব পড়ে। তাই আপনারা অনেকেই অটিজম কত প্রকার জানতে চেয়েছেন আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে অটিজম কত প্রকার এই বিষয়ে জানিয়ে দেয়া হবে।
অটিজম সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে তার মধ্যে দুটি অটিজম সমস্যা বা রোগ বেশি লক্ষ্য করা যায়।
১. ক্লাসিক অটিস্টিক ডিজঅর্ডার এবং ২. অ্যাসপার্জার্স সিনড্রোম।
আপনারা যারা অটিজম কত প্রকার অনুসন্ধান করছেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই বিষয়ে জানিয়ে দেয়া হলো। আপনারা আমাদের এখান থেকে এসে আপনার প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিন।