আপনারা যারা গার্মেন্টস বিষয়ে অভিজ্ঞ বা গার্মেন্টসে যারা চাকরি করেছেন তাদের জন্য খুব পরিচিত একটি শব্দ হলো অল্টার। অল্টারের আরেকটি নাম হল ডিফেক্ট এইটা সাধারণত গার্মেন্টসের একটি ভাষা। গার্মেন্টস এর পণ্য গুলোর মধ্যে যদি কোন কোন ধরনের ত্রুটি হয়, পোশাকের গুণগত মান অক্ষুন্ন হয় তখন তাকে অল্টার বলা হয়। তাই অল্টার কত প্রকার আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাদের জন্য বলছি।
অল্টটারকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়।
১. ক্রিটিক্যাল অল্টার ২. মেজর অল্টার ও ৩.মাইনর অল্টার। আপনারা যারা গার্মেন্টসে চাকরি করবেন বা চাকরি করার ইচ্ছা রয়েছে তাদের অবশ্যই অল্টার বিষয়ে জেনে রাখা উচিত।
আপনারা যারা জানতে চেয়েছেন অল্টার কত প্রকার আমাদের আজকের এই আর্টিকেলটিতে তা জানিয়ে দেয়া হলো। আপনারা আমাদের ওয়েবসাইট এসে এ প্রশ্নের উত্তরটি জেনে নিন।